Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জঙ্গলে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ায় ভীত সন্ত্রস্ত গোটা এলাকা । আতঙ্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন সাধারণ মানুষ । তাঁদের মধ্যে থেকে আতঙ্ক দূর করতে রবিবার ওই জঙ্গলে রাত্রিযাপন করবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সদস্যরা । ঘটনাটি পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গলের ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবার এক রহস্যময় অশুভ শক্তির ছায়া গ্রাস করছে তাঁদের জীবন । জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করলেই হামলা করছে এক অজানা শক্তি । অর্জুনজোড়া গ্রামের বাসিন্দাদের মতে, এই শক্তি কোনও পশু নয়, বরং এক অশরীরী অস্তিত্ব ।
প্রত্যক্ষদর্শী উত্তম দুয়ারী বলেন, “রাস্তায় হঠাৎই একটা বিশাল ছায়ামূর্তি সামনে এসে পড়ে । সঙ্গে সঙ্গে সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে ।” গ্রামের আরও বহু মানুষ একই অভিজ্ঞতার কথা বলেছেন ৷ কেউ বলছেন ছায়ামূর্তি, কেউ বলেছেন এক অদৃশ্য উপস্থিতির কথা । জলধর গড়াই নামে এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলেও দাবি করা হয়েছে গ্রামবাসীদের তরফে । তাঁর শরীরে নাকি আঁচড়ের চিহ্নও রয়েছে । আহত ব্যক্তি বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আমার পিঠে কিছু একটা ধাক্কা মারে । পরে দেখি শরীরে রক্ত । এখনও ভয় কাটেনি ।”
আরও পড়ুন:- বড় খবর! এবার থেকে মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও ।
এই ঘটনায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, স্থানীয়রা জঙ্গলের রাস্তা প্রায় এড়িয়েই চলছেন । কেউ কেউ বাধ্য হয়ে সেই রাস্তা দিয়ে গেলেও হাতে লাঠি-সোটা নিয়ে পা রাখছেন পথে । রূপলাল মাণ্ডি এবং নটরাজ কর্মকার, দু’জনেই জঙ্গল পথে যাতায়াত করেন । তাঁদের কথায়, “ওই রাস্তা দিয়ে রোজকার যাতায়াত এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে । দিনের আলোতেই গা ছমছম করে ।”
তবে এই রহস্যময় ঘটনার পেছনে বাস্তবতাও তুলে ধরছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ । জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, “এইসব ভয় অমূলক । মানুষের মনে কুসংস্কার ছড়িয়ে পড়লে এই ধরনের ঘটনা বাড়ে । ভূত বলে যে কিছু নেই এলাকাবাসীদের কাছে সেই কথা প্রমাণ করার জন্য আজ ওই জঙ্গলে রাত্রিযাপন করব । আতঙ্ক তবু কাটছে না । অন্ধবিশ্বাস আর রহস্যের মাঝখানে দাঁড়িয়ে হুড়ার অর্জুনজোড়া ।”
আরও পড়ুন:- ঠিক এই ভুলে গরমে বার্স্ট করে ফ্রিজ, সাবধান না হলেই শেষ…