পুলিশকে বোমা মারার ছক ! SSC ভবন অভিযানের আগে ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার ‘চাকরিহারা’ শিক্ষক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সোমবার এসএসসি ভবন অভিযানের (SSC Bhavan Abhijan) ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের সংগঠন। সেই অভিযানে হামলার আশঙ্কা! অডিও ক্লিপ (Audio) ভাইরাল হতেই অ্যাকশনে পুলিশ (Police)। অভিযানের অন্যতম আয়োজক ‘চাকরিহারা’ শিক্ষক সুমন বিশ্বাসকে এদিন ভোরে হুগলি থেকে আটক করল পুলিশ।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠক করে এসএসসি ভবন অভিযানে পুলিশের ওপর হামলার একটি অডিও প্রকাশ করা হয়। সেখানে শোনা গিয়েছিল, ‘চাকরিহারা’ শিক্ষকেরা পরিকল্পনা করেছে এসএসসি ভবন অভিযানের সময় পুলিশের তরফে কোনওরকম বাধা এলে, পুলিশকে লক্ষ্য করে বোমা মারা হবে। প্রয়োজনে আগুন লাগিয়ে দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে। এই সমস্ত পরিকল্পনার অন্যতম আয়োজক ‘চাকরিহারা’ শিক্ষক সুমন বিশ্বাস। ( অডিওর সত্যতা যাচাই করেনি করেনি)।

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ চুঁচুড়া থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে সুমনের (Jobless teacher Suman Biswas) বাড়িতে তল্লাশি চালায়। সে সময় সুমন বাড়িতে ছিলেন না। এরপর তাঁকে আদিসপ্তগ্রাম থেকে আটক করা হয়। দাদার আটক নিয়ে সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস বলেন, ‘সারা রাত ধরেই পুলিশ ছিল। মনে হচ্ছে চোরের বাড়ি পাহারা দিচ্ছে। ভাইরাল অডিয়ো নিয়ে তদন্ত করুক। কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে বলে এভাবে হেনস্থা। বাড়িতে অসুস্থ মা-বাবা, স্ত্রী-সন্তান রয়েছে। একজন শিক্ষকের এভাবে মর্যাদা রাখল পুলিশ? চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করছে।দাদার অপরাধ কী? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাদের জন্য লড়াই করছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন ‘চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চ’-এর সদস্যরা এসএসসি ভবন অভিযানের ডাক দেয়।  ওই সংগঠনের সদস্য সুমন বিশ্বাস পুলিশের কাছে কর্মসূচির অনুমতি চেয়ে মেল পাঠিয়েছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। এরপরই পুলিশের হাতে আসে ভাইরাল অডিও ক্লিপ। যদিও সুমন বিশ্বাস বলেন, ‘সমস্ত অভিযোগ মিথ্যে। আমরা হিংসাত্মক আন্দোলনের পক্ষে নই। রাজ্য সরকার চেষ্টা করছে যাতে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়া যায়।’

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন