‘পুলিশ থাকতেও বাড়িতে আগুন…’ সুকান্তর সঙ্গে সাংবাদিক বৈঠকে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা ঘরছাড়াদের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ : আজই নেতাজী ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মুর্শিদাবাদে হিংসার (Murshidabad Violence) ঘটনায় সরাসরি বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙুল তুলেছেন। কেন অন্য দেশ থেকে লোক ঢোকানো হয়েছে তার জবাব চেয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিলেন হিংসায় ঘরছাড়ারা। এদিন প্রায় ১১ জন ঘরছাড়া কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। সাংবাদিক বৈঠকে ঘরছাড়ারা তাঁদের অভিজ্ঞতার কথা জানান।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

একজন ঘরছাড়া মহিলা সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘পুলিশ থাকতেও বাড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা। বিএসএফ (BSF) ঠিক সময়ে এসেছিল বলেই প্রাণে বেঁচে গিয়েছি আমরা। আমাদের জলে বিষ মেশাচ্ছে। ঘরে আগুন লাগাতে মানা করলেও আগুন লাগিয়ে দিয়েছে। ওই সময় বিএসএফ না থাকলে বাঁচতাম না।’ এরপরই তাঁর প্রশ্ন, ‘কী দোষ ছিল আমাদের? মেয়েদের গায়ে হাত দিতে এসেছিল। আমরা ওদের বিচার চাই।’ এরপরই সুকান্ত বলে ওঠেন, ‘বিএসএফ বাঁচিয়েছে বলে কি মুখ্যমন্ত্রীর এত রাগ?’ এরপর আরও এক ঘরছাড়া বলেন, ‘কেন আমাদের উপর হামলা করা হল?’

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

এদিন সুকান্ত বলেন, ‘ঘরছাড়া প্রায় ৭০০ মানুষ বৈষ্ণবনগরের এক হাইস্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এক কাপড়ে নৌকাতে করে চলে আসতে হয়েছে তাঁদের। নববর্ষের দিনও তাঁদের চোখের জল ফেলতে হয়েছে। চোখের জল ফেলতে ফেলতে ভাত খেতে বাধ্য হয়েছেন তাঁরা।’

উল্লেখ্য, বুধবার ইমাম-মুয়াজ্জিমদের সমাবেশে মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে বেনজির আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ইউনূসের (Md Yunus) সঙ্গে গোপন মিটিং করছেন। এতে দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, এতে বাংলাদেশের হাত রয়েছে। বিএসএফ তো কেন্দ্রের হাতে। রাজ্যের হাতে সীমান্ত সামলানোর দায়ভার নেই। আপনারা বিভাজনের রাজনীতি করছেন। এটা প্রি প্ল্যানড।’

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন