পূজার মুখে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ ! লক্ষ ২০২১

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পূজার মুখে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ ! আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্ব কে চাঙ্গা করতে আগামী ১৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঝটিকা সফরে বিজেপির উত্তরবঙ্গের প্রত্যেকটি সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী । সেখানে উত্তরবঙ্গের একাধিক সমস্যা পাশাপাশি সমান গুরুত্ব দেওয়া হবে গোর্খা রাজবংশী সহ একাধিক জাতিগুলির সমস্যাকেও।

bjp , west bengal bjp

এর আগে মূলত পশ্চিমবঙ্গে ২০২১ সালে নির্বাচনে যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অমিত শাহ। যদিও এর আগেই পুরোনো কর্মসূচি অনুযায়ী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রতিমাসে একাধিকবার বঙ্গ সফরের কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু করোনা পরিস্থিতি এবং নিজেও বারেবারে অসুস্থ হয়ে পড়ায় সেই কাজ সম্পন্ন হয়ে ওঠেনি । দুর্গা পুজোর আগে থেকেই তাই ২১-এর এর নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন :- অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন ! দলের কর্মীদের বার্তা তৃনমূল বিধায়কের

শারীরিক ভাবে সুস্থ হয়ে , বর্তমানে ডাক্তারদের অনুমতি পেয়ে এই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর। ১৭ তারিখের এই সফরে উত্তরবঙ্গের প্রত্যেকটি সাংগঠনিক জেলা নেতৃত্বর সঙ্গে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী।সেখানে কেমন উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা কৃষি শিল্প প্রভৃতি নিয়ে কথা হবে যখন কথা হবে সাংগঠনিক বিভিন্ন দুর্বলতা নিয়ে, ঠিক সেইভাবেই গোর্খা রাজবংশী প্রভৃতি জনজাতির যে সমস্যা আছে সেগুলিও আলোচিত হবে। উঠতে পারে পাহাড়ের সমস্যা প্রসঙ্গ ও।

Highlights

1. পূজার মুখে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ !

2. উত্তরবঙ্গের প্রত্যেকটি সাংগঠনিক জেলা নেতৃত্বর সঙ্গে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী

#BJP #AMIT SHAH

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন