পূর্ণ রাজ্য চাইব না ! পহেলগাঁও হামলার নিন্দায় সরব কাশ্মীরের মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও হামলাকে হাতিয়ার করে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা চাইবেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah on Pahalgam attack)। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) নিন্দায় সোমবার বিশেষ অধিবেশন হয় কাশ্মীর বিধানসভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমনটা বললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দু্ল্লা (Omar Abdullah)।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

ওমর বলেন, ‘পহেলগাঁও হামলা গোটা দেশকে প্রভাবিত করেছে।’ তাঁর কথায়, তাঁর রাজনীতি এত ‘সস্তা’ নয় যে তিনি এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র সরকারের কাছে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের দাবির পক্ষে চাপ দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবেন। তিনি বলেন, ‘আমরা আগেও রাজ্যের কথা বলেছি এবং ভবিষ্যতেও তাই করব। কিন্তু আমি যদি এখনই এটি চাই, তাহলে আমার লজ্জাবোধ হবে। এই মুহূর্তে, কোনও রাজনীতি নেই, কোনও ব্যবসায়িক নিয়ম নেই, কোনও রাজ্যের মর্যাদা নেই। এই সময়টি কেবল এই হামলার তীব্র নিন্দা করার এবং নিহতদের প্রতি আন্তরিকভাবে সমর্থন জানানোর।’

এই ঘটনায় ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানান ওমর। তিনি বলেন, ‘পর্যটকদের নিরাপদে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। কিন্তু সেটা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষাও নেই আমার।’ প্রসঙ্গত, ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই অঙ্গরাজ্যের স্বীকৃতি চেয়ে সুর চড়িয়েছে কাশ্মীর। তবে ২০২৪ সালে নির্বাচন হলেও পূর্ণরাজ্যের স্বীকৃতি এখনও মেলেনি।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন