পৃথিবীতে ফিরলেন সুনীতারা, বাইডেনকে খোঁচা দিয়ে কৃতিত্ব নিলেন ট্রাম্প

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia ,Pallab : সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এতদিন ধরে মহাকাশে আটকে থাকলেও সুনীতাদের ফেরাতে যথাযথ পদক্ষেপ না করায় প্রাক্তন রাষ্ট্রপতি ডো বাইডেনকেও কটাক্ষ করেছেন তিনি।  

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

হোয়াইট হাউসের তরফে এক্সে হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মহাকাশে ন’মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হল।’ সেই সঙ্গে মহাকাশচারীদের ফিরিয়ে আনার ব্যাপারে বাইডেন উদাসীন ছিলেন, এমন অভিযোগও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে।

তিনি বলেন, ‘বাইডেন ওঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। আমি এলন মাস্ককে অনুরোধ করেছিলাম। বলেছিলাম, ওঁদের ফিরিয়ে আনতেই হবে। শেষ পর্যন্ত সুনীতারা নিরাপদে ফিরেছেন।’ একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি।’ সুনীতা ও বুচকে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী বুচ উইলমোর (Buch Wilmore)। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ ফ্লোরিডা উপকূলে সমুদ্রের জলে নামে তাঁদের মহাকাশযান।

২০২৪ সালের ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে সুনীতা ও বুচ মহাকাশে যাত্রা করেছিলেন। ঠিক ছিল, ৮ দিন কাটিয়ে ফিরবেন তাঁরা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তাঁদের পৃথিবীতে ফিরতে পারেননি। আট দিনের জায়গায় ৯ মাস আটকে ছিলেন তাঁরা। তাঁদের ফিরিয়ে আনতে মিশন ক্রিউ-১০-এর উদ্যোগ নেয় নাসা ও এলন মাস্কের সংস্থা স্পেসএক্স। ফ্যালকন-৯ রকেটে পাঠানো হয় ড্রাগন স্পেস ক্র্যাফ্ট। সেই মহাকাশযানেই পৃথিবীতে ফিরলেন সুনীতারা।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন