bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা বিশ্ব জুড়ে চলছে করোনার বিরুদ্ধে সমগ্র মানব জাতির লড়াই। করোনা থেকে বাঁচতে মাস্ক পরা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সমগ্র পৃথিবীর মানুষের। তার মধ্যে চিন্তার খবর হলো একটা বড়ো গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে। যাকে দেখে মনে হচ্ছে মুখে মাস্ক পরা। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীদের কাছে উঠে এসেছে সেই রকম বিচিত্র ছবি। একটি অবসারভেটরি থেকে সেই রকম ইমেজ প্রকাশ্যে এসেছে। গ্রহাণুটি প্রায় দেড় কিলোমিটার চওড়া ঠিক মাউন্ট এভারেস্টের অর্ধেক।
উলেখ্য ১৯৯৮ সালে প্রথম এই গ্রহাণুটি আবিষ্কার করা হয়েছিল। আগামী ২৯শে এপ্রিল এই বিশালকায় গ্রহাণুটি ছুটে যাবে পৃথিবীর পাশ দিয়ে। বিজ্ঞানীরা জানিয়েছেন এর দ্বারা পৃথিবীর ক্ষতির সম্ভবনা নেই। এই গ্রহাণুটি পৃথিবীর থেকে ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে চলে যাবে।পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকেও ১৬ গুন্ দূর দিয়ে যাবে। নাসার বিজ্ঞানরা জানাচ্ছেন যদি কোনো ভাবে এটি পৃথিবীর সাথে সামান্য ধাক্কা খেত তাহলে মারাত্মক প্রভাব পড়তো জনজীবনে। ধ্বংস হতে পারতো জীব জগৎ। কিন্তু সেরকম কোনো ক্ষতির সম্ভবনা নেই।
আরো পড়ুন :- ২ হাজার টাকা দাম কমল সোনার , রেকর্ড জারি লকডাউনে
মহাকাশ বিজ্ঞানীদের মতে , এই গ্রহাণুটির ভৌগোলিক বৈশিষ্ট ঠিক যেন কেউ ফেস মাস্ক পরে দ্রুত ছুটে আসছে। আসলে এই বিশালাকায় বস্তুটি পর্বত সম চওড়া। আর তার চেরায় ঠিক বিচিত্র রুপ। আগামী বুধবার এই বিশালাকায় পর্বত সম গ্রহাণুটি ভোর ৫টা ৫৬ মিনিটে পৃথিবীর থেকে ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে চলে যাবে।