পৃথিবীর মত আরও ৪টি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সূর্যের সংসারে আপাতত ৮টি গ্রহ রয়েছে। তাদের উপগ্রহ ও প্লুটো নামে বামন গ্রহ রয়েছে। সূর্যের মতই বহু নক্ষত্র মহাকাশে ছড়িয়ে আছে। সূর্যের সবচেয়ে কাছের এমনই এক নক্ষত্র হল বার্নার্ডস স্টার। এটি এমন এক নক্ষত্র যা সূর্যের সবচেয়ে কাছে রয়েছে।

এই বার্নার্ডস স্টার নিয়ে আগে বিজ্ঞানীদের একটা বিরক্তি কাজ করত। কারণ অনেকসময় এই নক্ষত্রের চারধারে ঘোরা গ্রহ নিয়ে ভুল হতে থাকত। তাদের অস্তিত্ব নিয়েই ভুল ধারনা হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন প্রযুক্তি আরও অনেক বেশি উন্নত হয়েছে। মহাকাশ বিজ্ঞানে যুগান্ত সৃষ্টি করছে এইসব উন্নত প্রযুক্তি।

এবার সেই প্রযুক্তির হাত ধরেই ৪টি নতুন গ্রহের খোঁজ মিলেছে। যারা বার্নার্ডস স্টারকে প্রদক্ষিণ করে চলেছে। এই ৪টি গ্রহই পৃথিবীর চেয়ে অনেক ছোট। তবে পৃথিবীর সঙ্গে তাদের অনেক মিল আছে। মাত্র ৬ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বার্নার্ডস স্টার ও তার এই ৪ গ্রহ।

আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক

বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মত পাথুরে জমির গ্রহ হলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। তাহলে কি বার্নার্ডস স্টারের ওই ৪টি গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে?

দেখা গেছে এই ৪টি গ্রহই তার নক্ষত্র বার্নার্ডস স্টারকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে। ওই নক্ষত্রের সবচেয়ে কাছে যে গ্রহটি রয়েছে সেটির ১ বছর হয় পৃথিবীর ২ দিনে।

আর সবচেয়ে দূরে যে গ্রহটি রয়েছে, অর্থাৎ চতুর্থ গ্রহটি বার্নার্ডস স্টারকে প্রদক্ষিণ করতে ৭ দিন সময় নেয়। তারা তাদের সূর্যের এতটা কাছে থাকার ফলে ৪টি গ্রহেই অতি প্রবল গরম। যা কোনও প্রাণের অস্তিত্বের পরিপন্থী। যদিও বিজ্ঞানীরা পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণের অস্তিত্বের খোঁজে খামতি রাখছেন না।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন