পৃথিবীর সবচেয়ে দামি কুকুর কিনলেন ভারতীয় যুবক, দাম জানলে চমকে যাবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কত দাম হতে পারে একটি ভাল প্রজাতির কুকুরের? লক্ষ থেকে কোটির ঘর পারও করতে পারে। এটা অনেকেই জানেন। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি কুকুরের দাম কত? সেটা এরপরেও আন্দাজ করা বেশ কঠিন কাজ। এমনই অস্বাভাবিক এবং অবিশ্বাস্য তার দাম।

এই কুকুরটি বড় চেহারার হয়। দেখে কুকুর কম নেকড়ে বেশি মনে হয়। এ কুকুরের নামও তাই উলফ ডগ। বেঙ্গালুরুর এক সারমেয়প্রেমী যাঁর আরও অনেকগুলি কুকুর ইতিমধ্যেই রয়েছে, তিনি বিশ্বের এই উচ্চমূল্যের সারমেয়টি কিনেছেন ৫০ কোটি টাকা ব্যয় করে! এই কুকুরটি আসলে একটি সংকর প্রজাতির কুকুর। নেকড়ে ও ককাসিয়ান শেফার্ড কুকুরের সংকর।

আরও পড়ুন:- বাড়িতে উইন্ডো এসি লাগাবেন নাকি স্প্লিট এসি? কিভাবে বুঝবেন, জানুন

কুকুরটি হালে প্রকাশ্যে আসে একটি অনুষ্ঠানে। তারপর তা নিয়ে চর্চা শুরু হয়। সেই অনুষ্ঠানের অংশ সোশ্যাল মিডিয়ায় রীতিমত ছড়িয়ে পড়ে। অনেকেই ৫০ কোটি টাকা দামের কুকুর কেমন দেখতে হয় তা দেখার চেষ্টা করেন এই ছবি থেকে।

কারণ ভারতের মত দেশে একটা কুকুরের দাম ৫০ কোটি টাকা শুনলে অধিকাংশ মানুষেরই ভিরমি খাওয়ার জোগাড় হয়। দেশ বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই কুকুরটির কথা প্রচার হওয়ার পর অনেকেই সেটি নিয়ে চর্চা শুরু করেন।

বিশেষত যাঁরা কুকুর ভালবাসেন তাঁরা এই খবরে মনোনিবেশ করেন। এটির দর্শন একটু অন্যরকম সন্দেহ নেই। নেকড়ের মত চেহারা ও মুখ। তবে এর চেহারার চেয়েও মানুষকে অবাক করছে এবং বিষয়টি নিয়ে চর্চা বাড়ছে এর দামের জন্য।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন