পেঁয়াজের দাম নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের,

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের পেঁয়াজ চাষিদের জন্য বড় সুখবর! কেন্দ্রীয় সরকার অবশেষে পেঁয়াজ রফতানির ওপর থেকে সকল নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজস্ব দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে রফতানির ওপর থাকা ২০ শতাংশ শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোক্তা বিষয়ক দফতরের সুপারিশের ভিত্তিতে।

দীর্ঘদিনের দাবি পূরণ হল কৃষকদের

বিশেষ করে মহারাষ্ট্রের লাসালগাঁওয়ের কৃষকরা, যাঁরা এশিয়ার বৃহত্তম পেঁয়াজ বাজারের সঙ্গে যুক্ত, তারা দীর্ঘদিন ধরে এই রফতানি বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। কৃষকদের অভিযোগ ছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা বাজারে সরবরাহ সঙ্কট সামাল দিতে যথেষ্ট ছিল, কিন্তু তার মেয়াদ অযথা দীর্ঘ করা হয়েছে। পরবর্তীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক বসানো হয়, যা কৃষকদের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে কেন্দ্রীয় সরকার এই চাপের মুখে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

দামের পতনে লোকসানের মুখে চাষিরা

সরকারি তথ্য অনুযায়ী, এই মাস থেকে মহারাষ্ট্রের লাসালগাঁও ও পিম্পলগাঁও বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, যার ফলে দামও কমেছে। গত ২১ মার্চ লাসালগাঁও বাজারে পেঁয়াজের মোডাল মূল্য ছিল ১,৩৩০ টাকা/কুইন্টাল আর পিম্পলগাঁওয়ে ১,৩২৫ টাকা/কুইন্টাল। কিন্তু সমস্যা হল, এই দর কৃষকদের উৎপাদন খরচের চেয়ে অনেক কম। কৃষকদের দাবি অনুযায়ী, এক কুইন্টাল পেঁয়াজ উৎপাদনে গড়ে ২,২০০-২,৫০০ টাকা খরচ হয়। অর্থাৎ, বর্তমান বাজারদরে বিক্রি করলে তাদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে।

দেশজুড়ে দাম কমার প্রবণতা

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে গত এক মাসে পাইকারি বাজারে পেঁয়াজের গড় দাম ৩৯% কমেছে। খুচরো বাজারেও পেঁয়াজের গড় দাম ১০% কমেছে।

রেকর্ড উৎপাদন ও ভবিষ্যৎ বাজার

এবারের রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের হিসেবে, ২০২৫ সালে রবি পেঁয়াজের উৎপাদন হয়েছে ২২.৭ মিলিয়ন টন, যা গত বছরের ১৯.২ মিলিয়ন টনের তুলনায় ১৮% বেশি। এই বাড়তি উৎপাদনের ফলে বাজারে সরবরাহ আরও বাড়বে, ফলে দামের আরও পতনের সম্ভাবনা রয়েছে।

কৃষকদের জন্য স্বস্তি নাকি নতুন চ্যালেঞ্জ?

যদিও রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কৃষকরা কিছুটা স্বস্তি পাবেন, তবে বাজারদরের স্থিতিশীলতা এখনও অনিশ্চিত। সরবরাহ বেশি থাকায় আগামী দিনেও দামে তেমন কোনও বড় উত্থান নাও আসতে পারে। এখন দেখার বিষয়, শুল্ক প্রত্যাহারের পর বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ রফতানি কতটা বাড়ে এবং কৃষকদের আর্থিক অবস্থার কতটা উন্নতি হয়।

আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন