পেঙ্গুইনদের বসবাস, ট্রাম্পের শুল্কের থেকে রেহাই পেল না জনবসতিহীন দ্বীপও !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পারস্পরিক শুল্কের (US Tariff) হাত থেকে রেহাই পেল না অ্যান্টার্কটিকার কাছে অবস্থিত এক জনবসতিহীন আগ্নেয় দ্বীপও। যেখানে শুধুমাত্র পেঙ্গুইনদেরই (Penguins) বসবাস। অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড হার্ড দ্বীপ (Heard Island) ও ম্যাকডোনাল্ড দ্বীপ (McDonald Islands) পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত স্থানগুলির মধ্যে অন্যতম। কিন্তু অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এই দ্বীপগুলিতেও।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রাম অনুসারে, আবহাওয়ার উপর নির্ভর করে পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রেম্যান্টল থেকে জাহাজে হার্ড দ্বীপে পৌঁছাতে প্রায় ১০ দিন সময় লাগে। এই দ্বীপে পেঙ্গুইন সহ বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করে। এমনকি প্রায় এক দশক ধরে কোনও মানুষ সেখানে পা রাখেনি বলে খবর। তারপরও ট্রাম্পের এই দ্বীপগুলিতে শুল্ক আরোপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও জায়গাই নিরাপদ নয়।’ এমনকি ট্রাম্প প্রশাসনের এই শুল্ক চাপানোর কোনও যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এটি দুই দেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে বলেও দাবি করেছেন তিনি। যদিও অস্ট্রেলিয়া পালটা আমেরিকার উপর পারস্পরিক শুল্ক আরোপ করবে না বলেই জানিয়েছেন আলবানিজ। তিনি বলেন, ‘আমরা এমন কোনও প্রতিযোগিতায় নামতে চাই না, যার ফলে পণ্যের দাম বেড়ে যায় এবং প্রবৃদ্ধি ধীর হয়ে যায়।’

প্রসঙ্গত, বুধবার আমেরিকার স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ (ভারতীয় সময় রাত দেড়টা) পারস্পরিক শুল্ক নিয়ে বিস্তারিত ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, চিন, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশে এই শুল্ক চাপানো হয়েছে। আর সেই তালিকায় রয়েছে এই সব নির্জন দ্বীপগুলিও। এদিন হোয়াইট হাউসে সাংবাদিককদের মুখোমুখি হয়ে একটি বড় চার্ট দেখান ট্রাম্প। যেখানে কোন দেশের উপরে কত শতাংশ শুল্ক চাপানো হচ্ছে তার উল্লেখ রয়েছে। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এছাড়া, চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, যুক্তরাজ্যে ১০%, দক্ষিণ আফ্রিকা ৩০%, থাইল্যান্ড ৩৬% এবং সুইজারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানো হয়েছে। এই তালিকায় রয়েছে আরও অনেকগুলি দেশই।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন