পেতে চান বেশি রিটার্ন? তাহলে বিনিয়োগ করুন এইখানে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে :- বিনিয়োগের পরিবর্তে বেশি পরিমানে রিটার্ন পেতে  সবাই চান। তাই গত কয়েক বছরে শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমান আগের থেকে বৃদ্ধি পেয়েছে। কারণ এই দুটি ক্ষেত্রেই গ্রাহকরা পেয়ে থাকেন সর্বোচ্চ রিটার্ন। বর্তমান যুগে সেক্টরভিত্তিক এবং থিমভিত্তিক পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু কি এই সেক্টরভিত্তিক এবং থিমভিত্তিক  তহবিল ?আসুন  জেনে নি –

সেক্টরভিত্তিক এবং থিমভিত্তিক তহবিল হলো একধরণের ইক্যুইটি মিউচুয়াল ফান্ড যা নির্দিষ্ট থিম বা সেক্টরে বিনিয়োগ করতে হয়। এতে ঝুঁকির পরিমান অনেক বেশি থাকলেও স্টকের দাম বেড়ে গেলে টাকা অন্যান্য স্কিমের তুলনায় বেশি রিটার্ন আসে। তবে বছরের পর বছর স্টকের দাম বাড়েনি এমনও হয়েছে।

আরো পড়ুন :-  সুরক্ষিত বিনিয়োগে ভালো রিটার্ন চান , দেখুন স্কিম গুলির তথ্য

সেক্টরাল ফান্ড হলো নির্দিষ্ট সেক্টর কিংবা শিল্পের অন্তর্গত। যেমন কেউ চাইলে ওষুধ, ব্যাঙ্কিং পরিষেবা এইসব ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। এই ফান্ডের সুবিধা হলো এটি একটি নির্দিষ্ট শিল্প কেন্দ্রিক। এই ক্ষেত্রে যেসব ইক্যুইটি ফান্ড গুলি আছে তারা নির্দিষ্ট শিল্প অথবা সেক্টরের বৃদ্ধির সুবিধা নেয়। এইসব ক্ষেত্রে সঠিক সেক্টরে বিনিয়োগ করতে পারলে বাজারদরের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। থিম ভিত্তিক বিনিয়োগেও নির্দিষ্ট কোনো শিল্পে বিনিয়োগ করা হয়। তবে কিছু অংশ পয়েন্ট বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে যায়। তবে এই ধরণের ফান্ডে দীর্ঘ সময় ধরে উচ্চ রিটার্ন দেওয়ার সুনাম আছে।

আরো পড়ুন :- ব্যবসা বড় করার ও বিক্রয় বৃদ্ধি করার মূল মন্ত্র কি ?

সার্টিফাইড ফিন্যান্সিয়াল প্ল্যানার বিরজু আচার্যের মতে এই ধরণের ফান্ডে  বিনিয়োগ করলে ঝুঁকির পাশাপাশি উচ্চ হরে রিটার্ন মেলে। ইক্যুইটি বাজারে সাধারণত ৫ বছরের জন্য বিনিয়োগ করার কথা বলা হয়।  সেক্ষেত্রে থিম এবং সেক্টর ভিত্তিক ফান্ডে ৫ থেকে ৭ বছরের জন্য বিনিয়োগ করা উচিত। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত ফার্মা সেক্টরে রিটার্নের পরিমান বেশ লাভজনক। আগামী দিনে এই লাভের সম্ভনা দেখা যেতে পারে রিয়েল এস্টেট এবং অটো সেক্টরে। ভবিষ্যতে কোন সেক্টর লাভজনক হবে এই মুহূর্তে বলা না গেলেও থিম এবং সেক্টর ভিত্তিক মিউচুয়াল ফান্ডগুলিতে বেশি রিটার্নের আশায় বিনিয়োগ করা যেতেই পারে। তবে মিউচুয়াল ফান্ড যেহেতু ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগের পূর্বে ভালো করে যাচাই করে নেওয়া উচিত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন