পেন কিলার খান ? হতে পারে বিরাট ক্ষতি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :-  অনেকেই আছেন যারা ঘন ঘন পেন কিলার খাল ৷ একটু মাথাব্যথা হলেই হাতের কাছেই আছে পেন কিলার। চট করে খেয়ে নিলেই ব্যাথার নিরাময় হয়ে যায়। কিন্তু জানেন কি, পেন কিলার সাময়িক স্বস্তি দেয় ঠিকই, কিন্তু ভয়ানক বিপদ ঘটায় শরীরে ৷ ব্যথা উপশমকারী ওষুধ,লিভারের ক্ষতি করতে পারে ৷ তাই, এই ধরণের ওষুধ খুব বেশি কখনই খাওয়া ঠিক নয় ৷ তাই ঠান্ডা লাগা, গা হাত ব্যথা, জ্বর, যাইহোক না কেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই পেন কিলার খান ৷ ব্যথা নাশক ওষুধ বা পেন কিলার গ্রহণের ফলে অনেক সময় পেটে ব্যথা, জ্বালা এবং অন্যান্য সমস্যা দেখা দেয় ৷ এমনকি ব্যথানাশক ওষুধ গ্রহণের কারণে পেটে আলসারও হতে পারে।

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন :- 

 

আরো পড়ুন :- প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে, গ্রেফতার তরুণী

আরো পড়ুন :- জাতীয় পতাকার জায়গা নেবে গেরুয়া পতাকা !

#shortnews

এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন