‘পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা’, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে অকপট মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সম্প্রতি বিশ্বখ্যাত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে(Lex Fridman Podcast) গিয়ে মনের বহু কথা উজার করে দিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্যান্য বিভিন্ন বিষয়ের পাশাপাশি তাঁর কথায় উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গ। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি যেমন ২০১৪ সালে তাঁর শপথ গ্রহন অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন, তেমনই একহাত নিয়েছেন সেইসব মানুষদের যারা তাঁর বিদেশনীতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘যারা একসময় আমার বিদেশনীতি নিয়ে সমালোচনা করতেন, তাঁরাই অবাক হয়ে গিয়েছিলেন যখন জানতে পেরেছিলেন যে, আমি শপথ গ্রহন অনুষ্ঠানে সকল সার্ক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রন জানিয়েছি।’

আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন

৩ ঘন্টা দীর্ঘ এই পডকাস্টটি হিন্দি সহ আরও বিভিন্ন ভাষার সাবটাইটেল সহযোগে প্রদর্শিত হয়। তবে মূল পডকাস্টটি রেকর্ড করা হয় হিন্দি এবং ইংরেজি ভাষা মিলিয়ে। স্বাধীনতার যুদ্ধে অধুনা পাকিস্তান এবং ভারত কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সেই কথাও তোলেন তিনি এই পডকাস্টে।

তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার তাঁর সব চেষ্টার জবাবে তিনি প্রতারিত হয়েছেন বলেও জানিয়েছেন মোদি। মোদি বলেন,‘শান্তি প্রতিষ্ঠার আমাদের সকল মহৎ প্রচেষ্টার বদলে আমরা পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা। আমরা কামনা করি ওদের শুভবুদ্ধির উদয় হোক এবং ওরা শান্তির পথ বেছে নিক। আমি মনে করি পাকিস্তানের সাধারণ মানুষও শান্তি প্রতিষ্ঠার আশায় রয়েছে কারণ অশান্তি এবং অস্থিরতার মধ্যে বসবাস করতে করতে তাঁরা ক্লান্ত হয়ে গিয়েছেন।’

আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন

বর্তমানে পাকিস্তান গোটা বিশ্বের জন্য অশান্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলেও এদিন মন্তব্য করেন মোদি। তাঁর কথায় উঠে আসে ১১ সেপ্টেম্বরের আমেরিকায় জঙ্গি হামলার প্রসঙ্গ। তিনি বলেন, ‘ওই জঙ্গি হামলার পেছেনের মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে কোথায় পাওয়া গিয়েছিল? সে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল,গোটা বিশ্ব সেটা জানে। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদী মনোভাবের শেকড় পাকিস্তানে গভীরভাবে ছড়িয়ে রয়েছে।’

আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন