পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিটে মিলছে তিনগুণ রিটার্ন, ঝটপট জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

post office

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইদানিং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে (Post Office Fixed Deposit) বিনিয়োগ করছেন অনেকে। কারণ এখানে বিনিয়োগ (Investment) করলে যে লাভ পাওয়া যাচ্ছে সেটা অন্যত্র বিনিয়োগের চাইতেও বেশি।‌ টাকা বিনিয়োগ করলে তিনগুণ রিটার্ন পাওয়ার এই সুযোগ কে হাতছাড়া করে বলুন? তাহলে আর কি? আসুন কিভাবে বিনিয়োগ করবেন সেই কৌশল জেনে নেওয়া যাক।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ

বর্তমান সময়ে জীবনযাত্রার খরচ যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, সেখানে সঞ্চয় করার যে গুরুত্ব সেটা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট উপলব্ধি করাই যায়। মানুষ নিজের আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তাও বর্তমানে বুঝছে। মানুষ চাইছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ। আর সেই কথা মাথায় আসতেই পোস্ট অফিসে ফিক্সট ডিপোজিট স্কিমের (Post Office Fixed Deposit Scheme) প্রসঙ্গ চলে আসে।

কেন পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করবেন?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বড়ো সুবিধা হলো এখানে কম সময়ে ঝুঁকিহীন ভাবে টাকা রেখে তা দ্বিগুণ কিংবা তিনগুণ করা যায়। বর্তমানে পোস্ট অফিসের ৫ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৫% সুদ দেওয়া হচ্ছে। অতএব বুঝতেই পারছেন লাভ আসবে যথেষ্ট ভালো।

আরও পড়ুন:- আয়ুর্বেদিক পদ্ধতিতে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পান। কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে কি কি সুবিধা?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট সরাসরি সরকারের অধীন। তাই এখানে টাকা রাখলেও সেই টাকা হারানোর কোন ভয় নেই। এখানে ৫ বছরের মেয়াদে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। যা স্বাভাবিক ভাবেই বেশিরভাগ ব্যাংকের তুলনায় অনেকটা বেশি। ৫ বছরের জন্য ফিক্সড ডিপজিটে বিনিয়োগ করলে একজন ব্যক্তি পাবেন আয়কর আইন ৮০সি অনুযায়ী কর ছাড়। এছাড়াও মনে রাখবেন, নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট অফিসকে জানালে এফডি পুনরায় চালু করাও যায়।

ফিক্সড ডিপোজিটে সুদের হার কত?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে সুদের হার নির্ভর করে মূলত মেয়াদের উপর। তাই এখানে আপনি ১ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে পাবেন ৬.৯% হারে সুদ। যদি আপনি ২ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে পাবেন ৭% হারে সুদ। এই যদি আপনি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে পাবেন ৭.১% হারে সুদ। এছাড়াও যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭.৫% হারে সুদ পাচ্ছেন।

কিভাবে পোস্ট অফিসে এফডি করবেন?

পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার জন্য আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে ভিজিট করতে হবে। অথবা অনলাইনেও অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন। তারপর সেখানে গিয়ে আবেদনপত্র ফিল আপ করে তার সঙ্গে নথিপত্র যুক্ত করে জমা দিতে হবে। আপনার আবেদন গ্রাহ্য হলে আপনাকে বাকি প্রসেস জানিয়ে দেওয়া হবে।

উপসংহার: পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে অনেকে উপকৃত হয়েছেন। তাই আপনাদের সকলের স্বার্থে এই প্রতিবেদনে যথাসম্ভব তথ্য তুলে ধরা হলো। তবে আপনি আপনার টাকা বুঝেশুনে বিনিয়োগ করবেন।

আরও পড়ুন:- কাকভোরে সমুদ্রে সুনিতাদের সফল অবতরণ, দেখুন গায়ে কাঁটা দেওয়া VIDEO

আরও পড়ুন:- বোনাস নিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন