Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন। করোনার মহামারীর জন্য নানা আর্থিক সঙ্কট দেখা দিয়েছে সেই জন্য বেশি টাকা জমানো প্রায় বেশিরভাগ মানুষের পক্ষেই কঠিন ৷ কিন্তু কিছু ক্ষেত্রে আপনি টাকা রেখে আগামী দিনে ভালো টাকা ফেরত পাবেন ৷ আপনিও যদি কিছু কিছু টাকা সেভিংসের মাধ্যমে নিজের আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করতে চান তাহলে পোস্ট অফিসের সেভিংস স্কিমে অবশ্যই টাকা বিনিয়োগ করুন ৷ পোস্ট অফিসের বেশ কিছু স্কিমে ইনভেস্ট করলে মিলবে দারুন লাভ ৷ কেন্দ্রীয় সরকারি গ্যারেন্টি হওয়ার কারণে নান রকম স্কিমে বিনিয়োগ করলে রিস্ক কম থাকে ৷ পাশাপাশি শেষে ভাল টাকাও রিটার্নও পাওয়া যায় ৷
এক নজরে স্কিম গুলি দেখুন —–
১. পোস্ট অফিস এর ৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিলবে ৭.৪ শতাংশ সুদের হার ৷ এই স্কিমে আপনাকে ত্রৈমাসিক আধারে সুদ দেওয়া হয়ে থাকে ৷ এছাড়া সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ ৷
২. এছাড়াও পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায় ৷
৩. এছাড়াও পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হারে সুদ মিলবে ৷
৪. পোস্ট অফিসে ১ থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটে ৫.৫ থেকে ৬.৭ শতাংশ সুদ মিলছে ৷
আরো পড়ুন :- Youtube থেকে টাকা রোজগার করবেন কিভাবে , বিস্তারিত পড়ুন
৫. এছাড়াও আপনি ৫ বছরের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে ৫.৮ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
৫. এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৬.৮ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
৬. পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করে ৭.১ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
এছাড়াও আছে আরো নানা সুবিধা তাই নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করেন।
Highlights
1. পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন
2. নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করেন
#Post Office #Scim