পোস্ট অফিসের দারুণ স্কিম! প্রধানমন্ত্রী নিজেই সুবিধা নিয়েছেন। হবেন মালমাল – Post Office NSC Scheme 2026

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Post Office NSC Scheme:. ন্যশানাল সেভিংস সার্টিফিকেট (Post Office NSC) এমন একটি স্কিম যা আপনাদের শুধুমাত্র সুদের মাধ্যমে যথেষ্ট আয় করতে সাহায্য করে। আপনি এই স্কিমে মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এটি মধ্যবিত্ত এবং অবসর গ্রহণের পর পরিকল্পনা কারীদের মধ্যে বেশ জনপ্রিয়। এখানে ৫ বছরের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ মাত্র ১,০০০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। তাই যে সকল ব্যক্তি অল্প বিনিয়োগে অধিক লাভবান হতে চান তারা ভারতীয় পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে পারেন। আজকের প্রতিবেদনে ভারতীয় ডাক বিভাগের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) কি?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) হলো ভারত সরকার পরিচালিত একটি নিরাপদ পোস্ট-অফিস সঞ্চয় ও বিনিয়োগ স্কিম, যা সাধারণ মানুষকে স্থির এবং গ্যারান্টিযুক্ত রিটার্ন দেয় এবং ট্যাক্স সেভিংয়ের সুবিধা দেয়। এটিকে সাধারণত পোস্ট অফিস NSC স্কিম হিসেবে পরিচিত। এটি ভারত সরকারের আর্থিক ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় অন্যান্য প্রকল্পের তুলনায় তুলনামূলক ভাবে খুবই নিরাপদ। তবে এই প্রকল্পে ৫ বছরের মেয়াদ পর্যন্ত টাকা লক-ইন থাকে। NSC হলো ভারত সরকারি-সমর্থিত সঞ্চয় স্কিম, যেখানে আপনি নির্দিষ্ট সময় (সাধারণত ৫ বছর) টাকা জমা রাখলে স্থির সুদ ও ট্যাক্স ছাড় সহ নিরাপদ রিটার্ন পেতে পারেন।

সম্পর্কিত পোস্ট

অষ্টম পাশ হলে ১৫০০ মাসিক পাবেন বসে বসে। রাজ্যের বিরাট উদ্যোগ – WB Govt Yuva Scheme Apply 2026

এটি ঝুঁকি-রহিত হওয়ার কারণে অনেক বিনিয়োগকারী ও সাধারণ মানুষ এটি বেছে নেন। যদি কোনও নাগরিক এনএসসি স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তারা পাঁচ বছর ধরে কেবল সুদ হিসেবে ৪৪৯,০৩৪ টাকা পাবেন। পাঁচ বছর পর সুদে আসলে মোট প্রাপ্ত টাকার পরিমাণ হবে প্রায় ১৪৪৯,০৩৪ টাকা।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিম সুবিধা:

ভারত সরকারের ডাক বিভাগ দ্বারা পরিচালিত ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে, বিনিয়োগকারী নিম্নলিখিত সুবিধা পাবেন যথা-
১. অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকল্পে বার্ষিক প্রায় ৭.৭% সুদ (চক্রবৃদ্ধি) পাওয়া যায়, যা স্কিম মেয়াদ শেষে একবারে পরিশোধ করা হয়।
২. এই প্রকল্পে বিনিয়োগকারী সর্বনিম্ন 1,000 দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন যার সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।
৩. এই প্রকল্পে বিনিয়োগকারীরা বিনিয়োগের 1.5 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন।
৪. পোস্ট অফিসের মাধ্যমে বিনিয়োগ করা হয়, বর্তমানে অনেক জায়গায় অনলাইনে বা কিছু ব্যাঙ্কের মাধ্যমে এই বিনিয়োগ করার সুবিধা রয়েছে।

আবেদন যোগ্যতা:

NSC স্কিম আবেদন করতে আপনাদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন।
• আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
• আবেদনকারী ব্যক্তির আবেদনের কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই।
• নাবালকের (Minor) নামে NSC কেনা হলে, বাবা/মা বা আইনগত অভিভাবক আবেদন করবেন। নাবালক প্রাপ্তবয়স্ক হলে সার্টিফিকেট তার নামে হস্তান্তর করা হয়।

আবেদন পদ্ধতি:

ডাক বিভাগের NSC স্কিমে আবেদন জানানোর জন্য আপনার কাছাকাছি যে কোনো পোস্ট অফিসে যেতে হবে। সেখানে NSC স্কিমের আবেদনের ফরমটি সংগ্রহ করতে হবে। ফরমটি খেয়াল করে পূরণ করুন আপনার নাম, ঠিকানা টাকার পরিমাণ (সর্বনিম্ন 1,000 থেকে) নমিনি তথ্য যাতে ভুল না হয়। আবেদন সময় ডকুমেন্টগুলো original সঙ্গে নিয়ে যান। আবেদন ফরম জমা দিয়ে টাকা cash / cheque / demand draft হিসেবে প্রদান করুন। ফরম ও কাগজপত্র যাচাই করার পর পোস্ট অফিস অফিসার সব ঠিক থাকলে গ্রহণ করবেন ডকুমেন্ট যাচাই ও KYC হয়ে গেলে আপনার NSC account রেজিস্টার হবে।

সফলভাবে আবেদন হলে আপনাকে রসিদ, এবং NSC certificate / passbook দেওয়া হবে এটি গুরুত্বসহকারে সংরক্ষণ করুন, ভবিষ্যতে তারিখ/মেয়াদ ইত্যাদি যাচাইয়ের জন্য প্রয়োজন হবে।

প্রয়োজনীয় নথিপত্র :

১. পরিচয় পত্র এবং স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি নথিপত্র।
২. আবেদন কারির সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ২ কপি ফটো।
৩. নাবালকের জন্ম সনদ এবং বাবা/মা বা অভিভাবকের পরিচয় প্রমাণপত্র প্রভৃতি।

আরও পড়ুন

মহিলারা পাবেন ২ লক্ষ টাকা! কেন্দ্র সরকার দিচ্ছে দারুণ সুযোগ এই প্রকল্পে – Central Govt New Scheme 2026

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন