পোস্ট অফিসের নিরাপদ ও লাভজনক স্কিম ! অল্প টাকা বিনিয়োগে পান 2 লক্ষ টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

post office

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মূল্য বৃদ্ধির বাজারে সঞ্চয় ও বিনিয়োগের জন্য নিরাপদ এবং লাভজনক বিকল্প খুঁজছেন অনেকেই। অনেকেই আছেন তারা লাভজনক স্থানে বিনিয়োগের পন্থা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু সঠিক উপায় পাচ্ছেন না। কোথা থেকে আপনি প্রচুর লাভ করতে পারবেন এবং অল্প টাকা রাখলেই প্রচুর টাকা রিটার্ন পাবেন সে ব্যাপারে অনেকে জানে না। এমন পরিস্থিতিতে ভারতীয় ডাক বিভাগের টাইম ডিপোজিট স্কিম আপনার জন্য হতে পারে বিশাল বড় একটি বিকল্প । এটি পুরোপুরি সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম যার ফলে আপনারা অর্থাৎ বিনিয়োগকারীরা শুধুমাত্র নিরাপদেই তাদের অর্থ জমা রাখতে পারবেন তাই নয়, বরং সুদের মাধ্যমে মোটা অঙ্কের রিটার্নও পাবেন।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

স্কিমের মূল বৈশিষ্ট্য:

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—

  • সরকারি গ্যারান্টিযুক্ত ও নিরাপত্তা: এই স্কিমটি ভারত সরকার দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত, যার ফলে বিনিয়োগকারীদের টাকা হারানোর কোনো ঝুঁকি নেই। সম্পূর্ণ নিশ্চিন্তে আপনি এখানে টাকা রাখতে পারেন, কারণ পোস্ট অফিস মানে তো জানেনই এটি সরকারি।
  • উচ্চ সুদের হার: যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাংক যে পরিমাণে সুদ দেয় তার তুলনায় বহু গুনে আপনি এখানে বেশি রিটার্ন পাবেন। ব্যাংকের ফিক্সড ডিপোজিটের তুলনায় সুদের হার কিছুটা বেশি, যা দীর্ঘমেয়াদে বেশি লাভজনক। সাধারণ মানুষের জন্য এটি বেশি উপকারী।
  • ট্যাক্স বেনিফিট: ৫ বছরের টাইম ডিপোজিটে আয়কর আইনের ধারা অনুযায়ী এখানে ৮০C অধীনে বেশি পরিমাণে ট্যাক্স ছাড় পাওয়া যায়।
  • নূন্যতম বিনিয়োগ: মাত্র ১০০০ টাকা থেকে শুরু করে বিনিয়োগ করা সম্ভব। আপনি এক হাজার টাকা থেকে শুরু করে এর বেশি টাকাও বিনিয়োগ করতে পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী।
  • একক ও যৌথ অ্যাকাউন্ট: আপনি যদি একা নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে চান তাও পারবেন এছাড়াও, আপনি যদি যৌথভাবে কারো সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট বানিয়ে এই বিনিয়োগ করতে চান তাও পারবেন ও ১০ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্যও খোলা সম্ভব।
  • প্রিমেচিউর উইথড্রয়াল: আপনি এখানে বিনিয়োগ করার কিছুদিন পর থেকে অর্থাৎ ৬ মাস পর টাকা তুলতে পারবেন তবে এক্ষেত্রে, প্রিমেচিউর ক্লোজিংয়ের ক্ষেত্রে ১% জরিমানা প্রযোজ্য। আর আপনি যদি ম্যাচিউর হওয়ার পরে একাউন্ট ক্লোজ করেন তাহলে আপনি অত্যাধিক পরিমাণে রিটার্ন পাবেন।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন