পোস্ট অফিসের নয়া লাভজনক স্কিম ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পোস্ট অফিসের নয়া লাভজনক স্কিম ! করোনা সংক্রমণ ও  লকডাউনের জেরে বেশিরভাগ মানুষই কর্মহীন। এর ফলে বন্ধ হয়েছে ফলে বেশির ভাগ খেতে খাওয়া মানুষের রোজগার। অনেকেই পুরনো রাখা সঞ্চয়ের ভরসাতেই দিন কাটাতে গুজরান করছেন । ঠিক এই সময়েই অল্প অল্প করে টাকা সঞ্চয় করে আপনিও ভবিষ্যতের জন্য মোটা টাকা সহজেই জমাতে পারবেন ৷ প্রতিদিনের খরচ থেকে মাত্র ১০০ টাকা করে সরিয়ে রেখে সেটি সঠিক বিনিয়োগ করলেই বিশাল অংকের টাকা পেতে পারেন ৷

৩০ শতাংশ বেতন হ্রাসে সম্মত

এই নতুন স্কিমে ভারতীয় পোস্ট-এর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট -এর মাধ্যমে। এর ফলে কয়েক বছরের ব্যবধানে আপনি যেমন মোটা টাকার মালিক হবেন তেমনি পোস্ট অফিসে আপনার জমা রাখা টাকাও সুরক্ষিত থাকবে ৷ তাই কোনও বেকার চিন্তা না করে এখনই টাকা জমা দেওয়া শুরু করতে পারেন। যার ফলে আপনার ও আপনার পরিবারের জীবন সুরক্ষিত হবে। প্রসঙ্গত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সময়সীমা ৫ বছরের জন্য নির্ধারিত। তবে টাকা জমা দিতে শুরু করার ১ বছর পর দরকারে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে এই সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তোলা যায়।

আরো পড়ুন :- করোনা কালে বেশি সুদ দেওয়ার কথা জানাল LIC ! বিস্তারিত পড়ুন

উলেখ্য পোস্ট অফিসার নিয়ম অনুযায়ী কোনও গ্রাহক ৫ বছর বাদে ২০ লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে তাঁকে পাঁচ বছরে মোট ১৫ লক্ষ টাকা পোস্ট অফিসে জমা করতে হবে। তার বদলে ৬.৮ শতাংশ সুদ হিসেবে তিনি আরও ৬ লক্ষ টাকা পাবেন। এছাড়াও এই স্কিমের অধীনে টাকা রাখলে আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী ছাড়ও পাওয়া যাবে।

Highlights

1. পোস্ট অফিসের নয়া লাভজনক স্কিম !

2. আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী ছাড়ও পাওয়া যাবে

#Post Office #Scim #Money #Savings

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন