Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলির জন্য ডাক বিভাগের তরফে চালু হলো নতুন একটি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প তথা Post Office Schemes. লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তেমনি এই স্কিমে ও প্রতিমাসে টাকা পাওয়া যাবে। তাই এই স্কিমের নাম পোস্ট অফিস লক্ষ্মীর ভান্ডার স্কিম রাখা হয়েছে। প্রতিটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেক সময়েই স্বল্প রোজগারের কারণে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit in Post office) বা বড় মানের কোন অর্থ সঞ্চয় করতে সক্ষম হন না। এই কারণে বেশিরভাগ সময়েই তাদের রোজগার জীবন শেষ হওয়ার পর কোনরকম সঞ্চয় অবশিষ্ট থাকে না। এর প্রধান কারণ হলো সঠিক বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনার অভাব।
Fixed Deposit in Post Office Schemes
তবে এবারে পোস্ট অফিস সেভিংস স্কিমের মাধ্যমে (Post Office recurring deposit Scheme) প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করেই মিলবে ১৬ লক্ষ টাকার রিটার্ন। কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে রিটার্ন পাবেন, বিস্তারিত দেখে নিন। ভারতীয় ডাক বিভাগের এই স্কিম টি প্রতিমাসে টাকা জমানোর একটি ফিক্সড ডিপোজিট স্কিম, যাকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit Scheme) বলা হয়।
এটি এমন একটি দুর্দান্ত স্কিম, যেখানে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৫.৮% সুদ পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ১০০ টাকা করেও সঞ্চয় করতে শুরু করেন, তাহলে নির্দিষ্ট বছরের পরে গ্যারান্টি সহকারে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পাবেন।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে মিলবে ১৬ লক্ষ টাকা!
হিসাব করে টাকা সঞ্চয় করলে, এই স্কিমে ১৬ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন পেতে পারেন, ৩৩৩ টাকা বিনিয়োগ করেই! কিন্তু কীভাবে? এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা করলে প্রতি মাসে আপনি জমা করবেন প্রায় ১০ হাজার টাকা। এর ফলে এক বছরে আপনার সঞ্চয় হবে মোট ১.২০ লক্ষ টাকা। এইভাবে আপনি যদি মোট ১০ বছর এই টাকা জমাতে পারেন। মোট জমানো রাশি হবে ১২ লাখ টাকা। তার উপর আপনি সুদ পাবেন ৪,২৬,৪৭৬ টাকা। অর্থাৎ সবমিলিয়ে দশ বছরে আসল ও সুদের পরিমাণ হবে ১৬ লক্ষ টাকার বেশি।
এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বা RD Scheme এর মেয়াদ সাধারণত ৫ বছরের হয়ে থাকে। তবে গ্রাহকেরা চাইলে এটিকে আরও ৫ বছর অর্থাৎ মোট ১০ বছর হিসাবে সঞ্চয় করতে পারেন। আর সেক্ষেত্রে এই ১৬ লাখ টাকার সুদ হিসাবে প্রতিমাসে Post office Monthly Income Scheme করলে প্রায় ১২০০০ টাকা করে পেতে পারেন।
সঞ্চয় প্রকল্প হিসেবে কেন Post Office Schemes বেছে নেবেন?
ভারতীয় নাগরিকদের জন্য ডাক বিভাগ একটি সরকারি সংস্থা হওয়ার কারণে এটি ভরসার অন্যতম জায়গা। বিগত কয়েক বছরে চিট ফান্ড সহ নানা অনামি সংস্থায় টাকা বিনিয়োগে অনেকেই টাকা হারিয়েছেন, কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগে ১০০% নিরাপদে টাকা সঞ্চয় করতে পারেন। ফলে ভারতীয় ডাক বিভাগের তরফে বিভিন্ন Post Office Schemes চালু রাখা হয়েছে, যাতে গ্রাহকেরা তাদের নিজেদের সুযোগ সুবিধা মত বিভিন্ন সঞ্চয় প্রকল্প বেছে নিয়ে নিজেদের ভবিষ্যতকে সুন্দর করে তুলতে পারেন। এছাড়া পোস্ট অফিসের এই স্কিম গুলি বেছে নেওয়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন-
- পোস্ট অফিস বরাবরই গ্রাহকদের জন্য একেবারে ঝুঁকিমুক্ত সঞ্চয় প্রকল্প চালু করে।
- মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের মত টাকার ওঠা নামা নেই।
- যার ফলে একেবারেই নিশ্চিত রূপেই রিটার্ন পাওয়া যায়।
- অন্যান্য সরকারি ব্যাংক থেকে পোস্ট অফিসের সুদের হার বেশি
- এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকেরা ন্যূনতম ১০০ টাকা থেকে তাদের সঞ্চয় শুরু করতে পারেন।
উপসংহার
ভারতের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির ভবিষ্যৎ সুরক্ষার জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post office recurring deposit Scheme) এবং মান্থলি সেভিংস স্কিম (MIS Scheme) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ক্ষেত্রে একবার এই স্কিমের টাকা জমানো শুরু করলে, প্রতি মাসে নিশ্চিত ভাবেই টাকা জমা করতে হবে। এক্ষেত্রে যদি আপনি কোন মাসে কিস্তি পরিশোধ করতে ভুলে যান, তাহলে ১% করে জরিমানা দিতে হবে। এইভাবে যদি আপনি একটা না চারটি কিস্তি মিস করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহকরা চাইলে ২ মাসের মধ্যে আবার সেই একাউন্টটি জরিমানা দিয়ে চালু করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতটি সুরক্ষিত করার জন্য এই বছর থেকেই সঠিক সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে শুরু করে ফেলুনপোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে এ টাকা জমানো।
আরও পড়ুন:- ১ অগস্ট থেকে UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন, আপনি জানেন তো?
আরও পড়ুন:- শুধু মহিলাদের নয়, এখন পুরুষদের জন্য গর্ভনিরোধক বড়ি ! কিভাবে খেতে হবে ? জেনে নিন