পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্ট খুললেই মিলবে মাসে ১০ হাজার টাকা, জানুন কীভাবে পাবেন ?

By Bangla News Dunia Dinesh

Published on:

post office

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে বিনিয়োগের কথা উঠলে সাধারণত শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড কিংবা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কথা মাথায় আসে। কিন্তু এমন অনেক বিনিয়োগের স্কিম রয়েছে, যেখানে ঝুকি কম অথচ প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়। এমন একটি স্কিম হলো পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (Post Office MIS Scheme)।

এই স্কিমের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায়। আর যদি স্বামী-স্ত্রী মিলে জয়েন্ট একাউন্ট খোলা হয় তাহলে প্রতি মাসে ৯২৫০/- টাকা করে আয় করা যায়।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

কীভাবে কাজ করে পোস্ট অফিসের এই স্কিম?

পোস্ট অফিসের MIS স্কিমটি মূলত একটি ফিক্সড ডিপোজিটের মত, যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। তবে এখানে মূল পার্থক্য হলো, সাধারণ ব্যাংকের মতো একবারে সুদের জায়গায় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায়। 

যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে প্রতি মাসে ৯২৫০/- টাকা সুদ দেওয়া হবে। এই সুদ আপনি চাইলে সরাসরি আপনার ব্যাংক একাউন্টেও নিতে পারেন। ৫ বছর পূর্ণ হওয়ার পর মুল বিনিয়োগকারী ১৫ লক্ষ টাকা ফেরত পায়। অর্থাৎ আপনি ৫ বছর ধরে প্রতি মাসে নির্দিষ্ট আয় পাবেন, পাশাপাশি আপনার আসল বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। 

কেন এই স্কিমটি লাভজনক?

প্রথমত, এই স্কিম ভারত সরকারের তত্ত্বাবধানে পোস্ট অফিস পরিচালনা করে। তাই সম্পূর্ণ নিরাপদ, জালিয়াতির কোনোরকম সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, এখানে বিনিয়োগের পর প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়।

পাশাপাশি দম্পতিরা মিলে একসঙ্গে বিনিয়োগ করলে বেশি সুদ পাওয়া যায়। এছাড়া পাঁচ বছর পর পুরো বিনিয়োগের টাকা ফেরত পাওয়া যায়। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগও থাকে। এছাড়া এই স্কিমে কর ছাড়ের সুবিধাঅ মেলে।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন