Bangla News Dunia, Pallab : এখন বর্তমান বাজারে প্রায় প্রতিটা মানুষের মনে বিনিয়োগ করার প্রশ্ন আসলেই, তাদের মাথায় সবার আগে চলে আসে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা ব্যাংক ফিক্সড ডিপোজিট এর কথা। কিন্তু এসব ক্ষেত্রে ঝুঁকি বেশি সুদ কম থাকে বিনিয়োগের টাকার ওপরে। কিন্তু এমন কিছু স্কিম বা প্রকল্প রয়েছে, যেখানে ঝুঁকি কম অথচ প্রতিমাসে নিশ্চিত পরিমানে সঠিক সুদ পাওয়া যায়। তার জন্য এমন একটি স্কিম হলো পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (Post Office MIS Scheme)।
যদি স্বামী-স্ত্রী মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খোলে, তাহলে প্রতিমাসে সেখান থেকে 9250 টাকা পর্যন্ত আয় করা যায় এখানে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঠিক কিভাবে এবং কি পরিমানের ওষুধ পাওয়া যায় পোস্ট অফিসের এই স্কি ? এই স্কিমে বিনিয়োগ করা কি আদৌ লাভজনক ? কিভাবে আবেদন করতে হবে ? ইত্যাদি।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
তাহলে চিন্তার কোন কারণ নেই, কারণ আমরা এই প্রতিবেদনে উল্লেখিত স্টিম সমন্ধিত আপনার মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে আলোচনা। যেটা মনোযোগ সহকারে যদি আপনি সম্পূর্ণটা পড়ে থাকেন তাহলে খুব সহজেই এটি সম্বন্ধে আপনি সমস্ত বিষয়টা জেনে নিতে পারবেন। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
ঠিক কোন পদ্ধতিতে কাজ করে পোস্ট অফিসের এই স্কিম :
ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে দেওয়া এই MIS স্কিমটি মূলত একটি FD বা ফিক্সড ডিপোজিট এর মত করে কাজ করে। যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে কিছু নির্দিষ্ট পরিমাণ। তবে এই স্কিমটির মূল বৈশিষ্ট্য হলো, সাধারণ ব্যাংকের মতো একবারই সুদের জায়গায় প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া যায় এখানে।
উদাহরণ হিসেবে, আপনি যদি 15 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে আপনি 9250 টাকা করে সুদ পেয়ে যাবেন, যেটা আপনি সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন। 5 বছর পূর্ণ হওয়ার পর মূল বিনিয়োগকারী 15 লক্ষ টাকা ফেরত পায়। অর্থাৎ আপনি 5 বছর ধরে প্রতিমাসের নির্দিষ্ট আয় পাবেন এবং এর পাশাপাশি আপনার আসল বিনিয়োগ করা টাকাটা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে।