Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পোস্ট অফিসে মাত্র ৫ বছর টাকা রাখলেই ব্যাপক লাভ ! জানেন কি বর্তমানে পোস্ট অফিসে টাকা বিনিয়োগের জন্য অনেকগুলি দারুন পন্থা রয়েছে। আপনি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি এছাড়াও রেকারিং ডিপোজিট-এ টাকা বিনিয়োগ নিশ্চিন্তে করতে পারেন । আপনি যদি পোস্ট অফিসে ৫ বছরের জন্য এফডিতে টাকা বিনিয়োগ করেন অথবা ৫ বছরের জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিট-এ টাকা বিনিয়োগ করেন তবে দুটোতেই পাবেন দারুন লাভ জনক রিটার্ন।
এক নজরে স্কিম গুলি —–
৫ বছরের জন্য এফডিতে স্কিম
এখানে মাত্র ১০০০ টাকায় আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ইচ্ছামত টাকা এতে আপনি ফিক্সড করতে পারেন। এতে টাকা রাখার কোনও ঊর্ধসীমা নেই। পোস্ট অফিসের দেওয়া তথ্য অনুসারে আপনি ১,২,৩ এবং ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট-এ টাকা সঞ্চয় করতে পারেন। এক থেকে তিন বছরের জন্য বার্ষিক সুদের হার ৫.৫ শতাংশ, পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটর জন্য বার্ষিক সুদের হার বর্তমানে ৬.৭ শতাংশ।
যদি পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে ১ লক্ষ টাকার এফডি করা হয় এবং সুদের হার ৬.৭ শতাংশ থাকে সেক্ষেত্রে ম্যাচিওর হওয়ার পরে আপনি অতিরিক্ত পাবেন ৩৮,৩০০ টাকা। অর্থাৎ আপনি মোট পাবেন ১,৩৮,০০০ টাকা।
আরো পড়ুন :- করোনা কালে বেশি সুদ দেওয়ার কথা জানাল LIC ! বিস্তারিত পড়ুন
এবার রেকারিং স্কিম
পোস্ট অফিসে ৫ বছরের জন্য আপনি রেকারিং-এ প্রতি মাসে কমপক্ষে ১০০ টাকা জমা দিতে হবে। এতেও টাকা রাখার কোনও ঊর্ধসীমা নেই। বর্তমানে ৫ বছরের এই ডিপোজিটে সুদের হার ৫.৮ শতাংশ। পাঁচ বছর পরে এটি ম্যাচিওর হওয়ার পরে অ্যাকাউন্টটি আরও বাড়ানো যেতে পারে।