পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন শাহ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রক্তাক্ত ভূস্বর্গ। যেন দুঃস্বপ্নের দিন ছিল মঙ্গলবার। রংতুলি দিয়ে আঁকা ছবির মতো যে কাশ্মীর ভ্রমণ করতে পর্যটকরা পাড়ি দেন, সেই ভূস্বর্গে যে এভাবে আপনজনের প্রাণ কেড়ে নেওয়া হবে হয়তো ভাবতে পারেননি তাঁরা। গতকাল পহেলগাঁয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৭ পর্যটক।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নির্দেশে পহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। পরিবারের হাতে তুলে দেওয়া হবে নিহত প্রিয়জনের দেহ। শা এখান থেকে পহেলগাঁওয়ের যে রিসর্টে যাবেন, সেখানে মঙ্গলবার দুপুরে হামলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতদের গার্ড অফ অনার দেওয়া হবে। সন্ত্রাসী হামলার স্থানে পৌঁছেছে এনআইএ (NIA)।

পুলওয়ামার পর এই হামলাকে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন। স্থানীয় সূত্রে দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন