Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনার কি টাকার প্রয়োজন? সঙ্গে প্যান কার্ড থাকলেই এবার হাতে হাতে লোন (Personal Loan On Pan Card) পাবেন। ভারতীয় জনসাধারণের কাছে প্যান কার্ড (Pan Card) এবং আধার কার্ড (Aadhaar Card) কতটা প্রয়োজনীয় নথি সেটা আলাদা করে বলার নয়। সেই প্যান কার্ড থাকলেই এবার লোন পাওয়া যাবে সহজেই। তবে অবশ্যই প্যান কার্ডের দ্বারা লোন পেতে হলে কিছু শর্তাবলী আপনাকে মেনে চলতে হবে।
Personal Loan On Pan Card 2025
বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে আমাদের টাকার দরকার হয়। আর সেই দরকার মেটাতে আমরা ব্যাংকে গিয়ে ব্যক্তিগত লোনের (Personal Loan) জন্য আবেদন করি। তবে লোনের জন্য বেশ কিছু নিয়মকানুন মানার দরকার হয়। যদি সেই সমস্ত নিয়মকানুন না মানা হয় তাহলে যে লোনের জন্য আপনি আবেদন করবেন সেটা ক্যান্সেল হয়ে যাবে। আপনার কাছে প্যান কার্ড থাকলে দ্রুততার সঙ্গে লোনের টাকা চলে আসবে আপনার একাউন্টে (Pan Card Loan).
আসলে বর্তমানে প্যান কার্ডের উপর নির্ভর করে যেকোন প্রকারের লোন, বিশেষ করে ব্যক্তিগত লোন দ্রুততার সঙ্গে পাওয়া যায়। তবে তার জন্য আপনার প্যান কার্ডটিকে অতি অবশ্যই আধার কার্ড (Aadhar Card) এর সঙ্গে লিঙ্ক করাতে হবে। এবার যদি কোনো ব্যবসায়িক ও ব্যক্তিগত কারণে আপনার লোনের প্রয়োজন হয়, তাহলে দেরি না করে প্যান কার্ডের দ্বারা পার্সোনাল লোনের জন্য আবেদন জমা করুন।
পার্সোনাল লোনের আবেদনের জন্য শর্তাবলী
- প্যান কার্ড লোনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত।
- এই লোনের আবেদন জানানোর জন্য আপনার কাছে প্যান কার্ড থাকতেই হবে।
- আপনার প্যান কার্ড অতি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকতে হবে।
- এই লোন দেওয়ার ক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর বিবেচনা করা হবে। এই ক্রেডিট স্কোর বলতে বোঝায় একটা ইতিহাস, যেখানে আপনি অতীতে কতবার লোন নিয়েছেন আর ঠিক সময় পরিশোধ করছেন নাকি সেটা বিবেচনা করা হয়ে থাকে।
লোনের জন্য আবেদন করবেন কিভাবে?
আপনি যদি উল্লেখিত সমস্ত শর্তাবলী পূরণ করেন তাহলে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আসুন দেখে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক।
- প্যান কার্ড লোনের জন্য আবেদন করতে হলে আপনাকে একটি ব্যাংক বেছে নিতে হবে যেই ব্যাংক প্যান কার্ডের মাধ্যমে লোন অফার করে থাকে।
- তার জন্য আপনাকে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- তারপর সেখান থেকে প্যান কার্ড লোনের অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আর সমস্ত নিয়মাবলী পূরণ করে নিতে হবে।
এর সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় নথিগুলি জমা করতে হবে। কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে সেগুলি উল্লেখ করা থাকবে।
- আপনাকে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন অনলাইনে জমা করে দিন।
- আপনি যদি যোগ্য হন তাহলে দ্রুততার সঙ্গে লোন পেয়ে যাবেন। তবে অনলাইন ছাড়াও এই লোনের জন্য অফলাইনে আবেদন করা যায়।
উপসংহার
আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো প্যান কার্ডের মাধ্যমে আপনি কিভাবে লোন পাবেন সেই বিষয়ে। এবার আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে অনলাইনে লোনের জন্য আবেদন করতে পারেন। এছাড়া ব্যাংকে গিয়ে সমস্ত শর্ত জেনে আসতে পারেন। লোনের জন্য আবেদন পদ্ধতি আপনার জন্য অনেকটাই সহজ হবে এর দ্বারা।
আরও পড়ুন:- কলকাতায় পা রাখছেন ফুটবলের রাজপুত্র মেসি, কবে আসছেন? জেনে নিন
আরও পড়ুন:- প্যান কার্ড থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা। শর্তাবলী ও আবেদন পদ্ধতি জেনে নিন