প্যান কার্ড ২.০ ফ্রিতে দিচ্ছে সরকার, অনলাইন আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে প্যান কার্ড ২.০ (Pan Card 2.0) একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।‌ কেন্দ্র সরকারের উদ্যোগে এটি আর‌ও আধুনিক ও সুরক্ষিত হয়ে উঠেছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি এই প্রকল্পটি অনুমোদন করেন। প্যান কার্ড ২.০ এর ফলে দেশের আর্থিক সুরক্ষা আর‌ও বেশি উন্নত হয়ে উঠেছে।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

প্যান কার্ড ২.০ (Pan Card 2.0) বিশেষত্ব-

ক। কার্ড নাম্বার অপরিবর্তিত থাকবে

খ। আপনার পুরোনো প্যান কার্ডের নম্বর এক থাকবে।

গ। নতুন কার্ডের জন্য কোন‌ও চার্জ দিতে হবে না।

ঘ। কার্ডে কিউআর কোড থাকবে যে কারণে এটি আর‌ও বেশি সুরক্ষিত থাকবে।

ঙ। ই মেলের মাধ্যমে প্যান কার্ড সরাসরি পাওয়া যাবে।

প্যান কার্ড ২.০ (Pan Card 2.0) আবেদন করার ধাপসমূহ-

নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা খুবই সহজ এবং সম্পূর্ণ অনলাইনে পদ্ধতিতে করা যাবে। নীচে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো লেখা হলো

ধাপ-১।

ওয়েবসাইট ভিজিট – প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান ও NSDL/UTIITSL ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করুন।

ধাপ-২।

প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন- ওয়েবসাইটে আপনার সকল তথ্য যেমন জন্ম তারিখ,
আধার কার্ড নাম্বার ও প্যান কার্ড নাম্বার দিন।

ধাপ-৩।

যাবতীয় তথ্য যাচাই ও সাবমিট – যাবতীয় তথ্য যাচাই করে সাবমিট করুন।

ধাপ-৪।

ওটিপি যাচাই- আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিয়ে দিন।

ধাপ-৫।

নতুন প্যান কার্ড ডেলিভারি- আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন প্যান কার্ড হাতে চলে আসবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন