Bangla News Dunia, Pallab : সম্প্রতি আবারও Industrial Development Bank of India (IDBI Bank) এর তরফ থেকে প্রকাশিত হলো নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো গিয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় Bank Medical Officer পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি Industrial Development Bank of India (IDBI Bank) এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Bank Medical Officer পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
MBBS বা MD ডিগ্রি থাকলে এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে নিজেদের চাকরির জন্য । এর পাশাপাশি Medical Council of India অথবা National Medical Commison এর অন্তর্গত বিশ্ববিদ্যালয় থেকে Allopathic System of Medicine এর ওপর এই ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 67 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা নিজেদের চাকরির জন্য আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে উল্লেখিত পদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি ঘন্টায় 1000 টাকা করে দেওয়া হবে, সেই হিসেবে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 8000 টাকা এবং মাসে কত 2,40,000 টাকা একটা মোট টাকার বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 2টি পদে BMO নিয়োগ করছে IDBI Bank
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তারজন্য প্রথমে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি কে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই ফর্ম কে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে । তারপর সেই ফরমের সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি সংযুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
চাকরিপ্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এক্ষেত্রে আবেদনের উপর ভিত্তি করে যোগ্য চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। তারপর সেখানে উত্তীর্ণ ব্যক্তিদের ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হয়।
আবেদন পাঠানোর ঠিকানা (Application Submission Address) :
চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন পত্র পাঠাবে নিচে উল্লেখিত ঠিকানায় :
IDBI Bank, IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai – 400005
আবেদনের সময়সীমা (Application Deadline) :
এখানে আবেদন গ্রহণ করা হবে আগামী আগামী 05.05.2025 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান