Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রকাশ্য রাস্তায় নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ৷ 15 বছরের মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দিল তিন দুষ্কৃতী ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ওড়িশার পুরী জেলার নিমাপাড়ার বালাঙ্গা পুলিশ থানার অন্তর্গত একটি গ্রামে ৷
এই ঘটনায় নাবালিকার হাত, পা এবং শরীরের অন্যান্য অংশ পুড়ে গিয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ অগ্নিদগ্ধ অবস্থায় পিপিলি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা এদিন সকালে রাস্তা দিয়ে হেঁটে তার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল ৷ অভিযোগ, ঠিক সেই সময় তিন যুবক তার দিকে এগিয়ে আসে এবং হঠাৎ তার গায়ে আগুন ধরিয়ে দেয় ৷ এরপর তারা সেখান থেকে পালিয়ে যায় । নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আসে এবং কোনওক্রামে আগুন নেভায় ৷ তারপর কিশোরীরে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে ৷ খবর পেয়ে বালাঙ্গা থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ৷
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা ৷ তিনি সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, “বালাঙ্গায় রাস্তায় কিছু দুষ্কৃতী 15 বছর বয়সি এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ এই খবর শুনে আমি দুঃখিত এবং মর্মাহত ৷ মেয়েটিকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে । চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে । পুলিশ প্রশাসনকে অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেফতার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷”
পুলিশ সূত্র জানা গিয়েছে, পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷ যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে ওড়িশার বালেশ্বরে কলেজের বিভাগীয় প্রধানের যৌন হেনস্তার প্রতিবাদে গায়ে আগুন দিয়েছিলেন এক ছাত্রী ৷ পরে ভুবনেশ্বর এইমসে মৃত্যু হয় নির্যাতিতার ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ওড়িশায় এক নাবালিকাকে জ্বালিয়ে মারা চেষ্টা করা হল এদিন ৷
আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন
আরও পড়ুন:- তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন