প্রচণ্ড গরমে ঘামের ফলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হয় ? দেখুন মুক্তির উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : প্রচন্ড গরমে খুব ঘাম হওয়া স্বাভাবিক ঘটনা। আর এই ঘামের ফলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হয়, বিশেষ করে আন্ডারআর্মসে। তবে ব্যক্তি বিশেষে ঘাম হওয়ার পরিমাণ কম-বেশি হতে পারে। কারণ অত্যধিক ঘামের ফলে সৃষ্ট তীব্র দুর্গন্ধ, অনেক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই দুর্গন্ধ দূর করতে বিভিন্ন পারফিউম, ডিওড্রেন্ট ব্যবহার করে থাকি। এই সকল পণ্যে ব্যবহার সাময়িকভাবে সমস্যার সমাধান করলেও, স্থায়ী সমাধান নয়। কিছু্ ঘরোয়া উপায় প্রয়োগে আন্ডারআর্মসের তীব্র দুর্গন্ধ থেকে স্থায়ীভাবে মুক্তি মিলতে পারে। জেনে নিন কী করবেন ??

১. এক বালতি হালকা গরম জলে, সামান্য পরিমাণে রকসল্ট দিন। দ্রবীভূত হওয়া পর্যন্ত ভালভাবে মেশান এবং তারপরে সেই জলে স্নান করুন। এটি শরীরের দুর্গন্ধ দূর করতে দুর্দান্ত কাজ করে।

২. একটি স্প্রে বোতলে এক কাপ অ্যাপেল সাইডার ভিনেগার এবং ১/২ কাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আন্ডারআর্মসে ব্যবহার করুন। সকালে ঘুম থেকে ওঠার পর ঈষদুষ্ণ জলে ভাল করে ধুয়ে নিন। যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে।

৩. প্রথমে একটি আলুর পাতলা টুকরো কেটে নিন। স্নানের আগে সেই টুকরো নিয়ে ৩০ মিনিট ধরে আন্ডারআর্মসে ভাল করে ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আলু ঘাম নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ত্বকের পিএইচ কমিয়ে আন্ডারআর্মসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে।

৪. স্নানের পর এক চামচ নারকেল তেল নিয়ে, সরাসরি আন্ডারআর্মসে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন এবং ত্বকে শোষিত না হওয়া পর্যন্ত ছেড়ে দিন। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করে এবং ত্বকের পিএইচ-এর ভারসাম্যও বজায় রাখে।

৫. আন্ডারআর্মসের তীব্র গন্ধ দূর করার জন্য, এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ টমেটোর রস মিশিয়ে নিন। তারপর ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

৬. দুই টেবিল চামচ বেকিং সোডার সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি নিয়ে আন্ডারআর্মসে ১০ মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি দুর্গন্ধ দূর করে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন