Bangla News Dunia, Pallab : দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটলো কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কথায়, যদি প্রতিটি গ্রাম নিজেকে নকশালমুক্ত হিসেবে ঘোষণা করতে পারে, তাহলে সেই গ্রামকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই অর্থ ব্যবহার করা হবে গ্রামের সামগ্রিক উন্নয়ন এবং সমাজের ফিরে আসা প্রাক্তন নকশালদের পুনর্বাসনের কাজে।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
২০২৬ সালের মধ্যেই নকশালমুক্ত ভারত
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যেই সম্পূর্ণ ভারতকে নকশালমুক্ত করার পদক্ষেপ নিয়েছে। আর এই লক্ষ্যে পৌঁছাতে গেলে শুধুমাত্র প্রশাসনিক অভিযান নয়, বরং প্রয়োজন জনগণের অংশগ্রহণ। আর সেই কারণেই এই ১ কোটি টাকার ঘোষণাকে শুধুমাত্র আর্থিক পুরস্কার নয়, বরং সামাজিক বার্তা হিসেবে দেখিয়েছেন।
পুরস্কারের অর্থ কোথায় খরচ করা হবে?
এই ১ কোটি টাকা শুধুমাত্র পুরস্কার হিসেবে নয়, বরং তা কাজে লাগানো হবে গ্রামের অবকাঠামগত উন্নয়নে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নতিতে, নকশালদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য। আর এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রামের মানুষ সক্রিয়ভাবে অংশ নেবে, যাতে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন