Bangla News Dunia, Pallab : গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটানোর পাঁচ বছরের মাথায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করল মায়ানমারের (Myanmar) জুন্টা সরকার। ২৮ ডিসেম্বর নির্বাচন। সোমবার তা ঘোষণা করা হয়। গণতন্ত্রপন্থীদের চাপের মুখে সামরিক সরকার যে পিছু হটেছে, তারিখ ঘোষণার মধ্যে দিয়ে তাই প্রকাশ পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত
নোবেল শান্তিজয়ী সু চি-র নেতৃত্বে নির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকারকে ২০২১-এ সামরিক অভ্যুত্থানে হটিয়ে শুরু হয় জুন্টার সামরিক শাসন। চিন ঘনিষ্ঠ সেনা সরকার মায়ানমারের বিভিন্ন রাজনৈতিক দলকে নিশানা করে। শুরু হয় গৃহযুদ্ধ। তাতে কয়েক হাজার মানুষ নিহত হন। দারিদ্র্য বাড়ে। বাস্তুচ্যুত হন ৩৫ লক্ষেরও বেশি। একটি সূত্র জানিয়েছে, জুন্টা সরকার মায়ানমারে সংঘাতের অবসান চাইছে। নির্বাচনের আগে অস্ত্র সমর্পণ করতে ইচ্ছুক বিরোধী যোদ্ধাদের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথাও ঘোষণা করেছে তারা।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?