প্রতিমাসে টাকা দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন করবেন জেনে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের গরীবের সহায় মোদি সরকার। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM) প্রকল্পের মাধ্যমে গরীব মানুষদের পেনশন দিচ্ছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের যোগ্যতা, কি কি নথি লাগবে, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।

আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় কত টাকা পাওয়া যায়?

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যায়। এই টাকা গ্রাহকদের ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হয়। তবে এই সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পেতে ৫৫ টাকা জমা করতে হবে। তাহলেই যে কেউ পেতে পারেন এই পেনশন। ইতিমধ্যেই একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রের যেগুলোতে লক্ষ লক্ষ নিম্নবিত্ত মানুষ উপকৃত হন। আর এই প্রকল্পের মাধ্যমে আরও প্রচুর গরীব ও মধ্যবিত্ত উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার উদ্দেশ্য এবং সুবিধা

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চালু করেছিল ‘প্রধানমন্ত্রী মান ধন যোজনা’। এটি মূলত একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা দেবে। যে সমস্ত শ্রমিকদের মাসিক আয় ১৫,০০০ টাকার কম, তারা এই স্কিমে যোগ দিতে পারবেন। কর্মজীবন চলাকালীন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে, আর সরকারও সমপরিমাণ অর্থ প্রদান করবে। পরে ৬০ বছর বয়সে পৌঁছালে মাসিক পেনশন হিসেবে ৩০০০ টাকা দেওয়া হবে। এর জন্য প্রতিমাসে ৫৫ টাকা করে জমা করতে হবে।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে—

  • বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এতে যোগ দিতে পারবেন।
  • পেশা: মেথর, ধোপা, রিকশাচালক, চর্মশিল্পী, নির্মাণ শ্রমিক, ইঁটভাটার শ্রমিক, ক্ষুদ্র দোকানদার ও অন্যান্য শ্রমিকরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
  • আয়: মাসিক আয় ১৫,০০০ টাকার কম হতে হবে।
  • সরকারি পেনশন: অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের সুবিধাভোগী হলে এই স্কিমে যোগ দেওয়া যাবে না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন