Bangla News Dunia, Pallab : বর্তমানে সঠিক জায়গায় সঞ্চয় করতে অনেকেরও ইচ্ছা। অনেকে আবার চাই মাসি মাসে ভালো একটি আয় যাতে তাদের একাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যায়। আজকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য এমন একটি সরকারি সংস্থার স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে মাস গেলে আপনি ঘরে বসে একাউন্টে পেয়ে যাবেন ১০ হাজার টাকা। কিভাবে এই টাকা পাওয়া যাবে এবং কিভাবে এর জন্য আবেদন করতে হবে অথবা কিভাবে এর জন্য ইনভেস্ট করতে হবে আসুন এই প্রতিবেদনে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল ।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
বর্তমানে বিভিন্ন সংস্থায়ী টাকা ইনভেস্ট করে রাখা যায় বা বিনিয়োগ করে রাখা যায় তবে বেশিরভাগ সংস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। একমাত্র ভারতের অন্যতম সংস্থা অর্থাৎ ভারতীয় পোস্ট অফিস হলো ভারত সরকারের অন্যতম ঝুকিহীন সংস্থা যেখানে আপনি অল্প টাকায় বেশি পরিমাণ রিটার্নসহ ঝুকিহীন ভাবে অর্থ বিনিয়োগ করে রাখতে পারেন। আর শুধু তাই নয় এ ক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট অংকের টাকা জমা রেখে সময়ের সাপেক্ষে প্রতিমাসে প্রায় ১০ হাজার টাকা ব্যাংক একাউন্টে সরাসরি পেতে পারেন।
পোস্ট অফিসের স্কিক সম্পর্কে জেনে নেওয়া যাক :
আজকে ভারতীয় পোস্ট অফিসের যে স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি তার নাম হলো পোস্ট অফিস এমআইএস স্কিম। এটা অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিম এর মতই একটি ভারতীয় পোস্ট অফিসের স্কিম। এখানে ব্যাংকের মতো আপনি এককালীন কিছু টাকা জমা রেখে প্রতিমাসে তার সুদ একাউন্ট থেকে তুলতে পারবেন। সাধারণত ব্যাংকের যেভাবে সুদ প্রদান করা হয়ে থাকে পোস্ট অফিসের ক্ষেত্রে তো আলাদা, কেননা এক্ষেত্রে আপনি প্রতিমাসেই সুদ পেতে পারেন এই স্কিমের অধীনে।
কত টাকা বিনিয়োগ করতে হবে :
পোস্ট অফিস হলো ভারত সরকারের অন্যতম একটি ঝুকিহীন সংস্থা যার মাধ্যমে আপনি এককালীন টাকা রেখে সময় সাপেক্ষে প্রচুর রিটার্ন পেতে পারেন এমনকি প্রতিমাসে সুদও তুলতে পারেন। এক্ষেত্রে আপনি এককালীন ১৫ লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে শোধ বাবদ ৯ হাজার ২৫০ টাকা পেতে পারেন। তবে এই টাকা পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট করে রাখতে হবে এবং প্রতি মাসে ৯ টাকা করে পেতে পারেন এবং সময় শেষে পুরো টাকা ফেরত পেয়ে যাবেন।