প্রতিমাসে 50,000 টাকা রোজগার করার দারুন ব্যবসার আইডিয়া । বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনিও কি ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন? তাহলে এই আইডিয়া (Business Idea) আপনার জন্য। এই ব্যবসা শুরু করলে প্রতিমাসে ৫০,০০০ টাকা ইনকাম নিশ্চিত। এমনিতেই প্রতিযোগিতার বাজার, সেখানে চাকরি হোক কি ব্যবসা নিজের পায়ে দাঁড়ানো যথেষ্ট কঠিন। এই পরিস্থিতিতে যে ব্যবসা থেকে লাভ আসবে সেই ব্যবসাই আরম্ভ করতে চাইবে মানুষজন। আজকের প্রতিবেদনে তাই একটি বিশেষ ব্যবসা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। প্রতিমাসে নিশ্চিত ইনকাম, তুঙ্গে চাহিদা থাকা এই ব্যবসা আপনাকে মাত্র কয়েক মাসে কোটিপতি করবে।

New Business Idea In India

বর্তমান সময় দাঁড়িয়ে কে না চান ব্যবসা করে বড়লোক হতে? সবাই চান নিজের আয় বৃদ্ধি করতেই। অনেকে, নিজেদের পুরো সময় ব্যবসা করে ইনকাম করতে যান। আবার অনেকে পার্ট টাইমে ব্যবসা করতে চান অর্থাৎ চাকরি করার পাশাপাশি ছোটখাটো ব্যবসা (Business Idea) করতে চান। এতে ভবিষ্যতে মালামাল হওয়ার সম্ভাবনা থাকে। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের আশা থাকে, স্বল্প বিনিয়োগে দারুন লাভজনক ব্যবসা শুরু করার। যেখান থেকে অল্প সময়ের মধ্যে ভালো ইনকাম আসবে (High Profitable Business).

কোন ব্যবসার কথা বলা হচ্ছে?

আমরা আলোচনা করছি পারপাস ক্রিম তৈরির ইউনিট শুরু করার কথা। আমরা সবাই জানি যে আজকাল মানুষ নিজেদের ফিটনেস এবং স্কিন কেয়ারের দিকে বেশ মনোযোগী। এমনিতেই ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ক্রিম বাজারে পাওয়া যায়। তবে সবাই চায় ঝকঝকে ত্বক এবং গ্ল্যামার লুক চায়। তাই মানুষের ঝোঁক বাড়ছে অল পারপাস ক্রিমের প্রতি। এই ব্যবসা করেই আপনার লাভ আসবে। ওই অল পারপাস ক্রিম কী? এটি হল এক ধরনের সাদা আঠালো ধরনের ক্রিম, যা ত্বকের দূর করে ত্বকের শুকনো ভাব। এটি আর্দ্রতার হাত থেকে রক্ষা করে। ব্যবহার করা যায় সব ঋতুতেই।

কত টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়?

এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে মোটামুটি 14.95 লক্ষ টাকার মূলধন নিয়ে নামতে হবে। এই ক্ষেত্রে আপনার নিজস্ব খরচ হবে প্রায় 1.52 লক্ষ টাকা। বাকিটা আপনি পেয়ে যাবেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে লোনের মাধ্যমে। টার্ম লোন হিসাবে পাবেন বাকি 4.44 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নয় লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব। কিভাবে এই ব্যবসা শুরু করবেন?

এই ব্যবসা শুরু করার জন্য 400 স্কোয়ার মিটার জায়গা লাগবে ইউনিট বসানোর জন্য। প্ল্যান্ট ও মেশিনারিতে খরচ হবে 3.43 লক্ষ টাকা মতো। ফার্নিচার ও ফিক্সচারে বিনিয়োগ করতে হবে 1 লক্ষ টাকা মতো। এর পাশাপাশি, প্রি-অপারেটিভ খরচ 50 হাজার টাকা এবং ব্যবসার জন্য মূলধন দরকার 10.5 লক্ষ টাকা।

এই ব্যবসা থেকে লাভের পরিমাণ

হিসেব বলছে, যদি প্রথম বছর থেকে এই ব্যবসায় ফুল ক্যাপাসিটিতে উৎপাদন শুরু করতে পারেন, তাহলে আপনার লাভ আসতে পারে ৬ লক্ষ টাকা অবধি। ব্যবসা শুরু হওয়ার পর ক্রমশ তার থেকে লাভ বাড়বে। মোটামুটি পাঁচ বছরে এই ব্যবসা থেকে লাভের অঙ্ক পৌঁছে যাবে প্রায় 9 লক্ষ টাকা।

উপসংহার: এই ব্যবসা করে প্রচুর মানুষ লাভের মুখ দেখেছেন। এই ব্যবসার চাহিদা এখন তুঙ্গে। অনেকেই চাইছেন এই ব্যবসা শুরু করতে যেহেতু লোন পাওয়া যাচ্ছে তাই আরও সুবিধা হচ্ছে। তাই আপনার যদি এই ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে, তাহলে শুরু করুন এবং লাভবান হন।

 

আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন