প্রতি মাসেই প্রকাশিত হবে বেকারত্বের পরিসংখ্যান, জানিয়ে দিল কেন্দ্র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এতদিন প্রকাশ করা হত ৩ মাস অন্তর। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এখন প্রতি মাসেই প্রকাশ করা হবে বেকারত্বের পরিসংখ্যান। তবে আগামী ১৫ মে যে পরিসংখ্যান প্রকাশিত হবে তাতে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের তথ্য থাকবে। তারপর থেকে প্রতি মাসেই প্রকাশিত হবে এই পরিসংখ্যান। এমনটা জানিয়ে প্রশাসনের এক আধিকারিক সোমবার বলেন, ‘এই প্রথম বার আমরা এটা করছি।’

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

প্রসঙ্গত, ভারতে নিয়মিত বেকারত্বের পরিসংখ্যান প্রকাশের প্রযুক্তি নেই, যেমনটা রয়েছে বৃহত্তর অর্থিনীতির দেশগুলিতে। যেই পরিসংখ্যান কেন্দ্র দেয় সেটা গ্রামীণ অঞ্চলের ৩ মাসের বেকারত্বের তথ্য। এরপর গ্রামীণ এবং শহুরে পরিসংখ্যান মিলিয়ে বছরে তা একবারই প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় সকারের এক জনৈক আধিকারিক আরও জানিয়েছেন যে, ব্যক্তিগত মূলধনী ব্যয়ের পরিসংখ্যানও প্রকাশ করা হবে এপ্রিলের শেষে। পরিষেবা ক্ষেত্র সমীক্ষার ফলও নাকি আগামী বছর থেকে প্রকাশ করবে কেন্দ্র। এই সমীক্ষা অসংগঠিত ক্ষেত্রেও করা হবে। দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন