Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রতি মিনিটে গড়ে ৫০০ নমুনা পরীক্ষা। সারা দেশে এক দিনে নমুনা পরীক্ষার সংখ্যা সাত লক্ষের গণ্ডি পার হল। স্বাস্থ্যমন্ত্রক জানায়, শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ১৯ হাজার ৩৬৪টি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, করোনা শনাক্তকরণে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ৪১ লক্ষ ৬ হাজার ৫৩৫টি। তবে শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বাধিক।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে, ভারতে এখন প্রতি মিনিটে গড়ে ৫০০টি নমুনা পরীক্ষা হচ্ছে। আইসিএমআরের কো-অর্ডিনেটর লোকেশ শর্মা বলেন, প্রতিদিন কমপক্ষে পাঁচ লক্ষের বেশি নমুনা পরীক্ষার পরিকাঠামো রয়েছে দেশে। মোট পরীক্ষাগুলির মধ্যে প্রায় ২৫-৩০ শতাংশ র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। এগুলি দ্রুত এবং সস্তার। শেষ ১১ দিন ভারতে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের উপরে। শেষ তিন দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের উপরে।
উলেখ্য শেষ পাঁচ দিনে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মোট আক্রান্তের ২২ শতাংশই ভারতে। বিশ্বতালিকার প্রথম দুই স্থানে আমেরিকা এবং ব্রাজিল থাকলেও শেষ কয়েক দিনে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা আগের থেকে তুলনামূলক ভাবে কম।ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে প্রায় ৬ লক্ষ ২৮ হাজার। আমেরিকা এবং ব্রাজিলে ওই সংখ্যা যথাক্রমে ২৩.৪৬ লক্ষ এবং ৮.১৮ লক্ষ। একই ভাবে মোট আক্রান্তের সংখ্যাও সেখানে বেশি।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৬১ জনের।
Highlights
1. প্রতি মিনিটে গড়ে ৫০০ নমুনা পরীক্ষা
2. ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে প্রায় ৬ লক্ষ ২৮ হাজার
#COVID #INDIA