Bangla News Dunia, Pallab : পাঁচ বছর পর ফের কৈলাস-মানস সরোবর (Kailash Mansarovar Yatra) যাত্রা শুরু হতে চলেছে। ভারত ও চিনের মধ্যেই দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল আগেই। এবার শনিবার বিদেশমন্ত্রকের (MEA) তরফে জানিয়ে দেওয়া হল, চলতি বছর জুন থেকে অগাস্টের (June-August) মধ্যে অনুষ্ঠিত হবে কৈলাস-মানস সরোবর যাত্রা। এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই খুশি পুণ্যার্থীরা।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
এদিন বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, ‘চলতি বছর প্রতিটি ব্যাচে ৫০ জন পুণ্যার্থীর পাঁচটি এবং দশটি ব্যাচ যথাক্রমে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস এবং সিকিমের নাথুলা পাস অতিক্রম করে কৈলাস-মানস সরোবর যাত্রা করবে।’ সেই সঙ্গে জানানো হয়েছে, যাত্রার আবেদন গ্রহণের জন্য kmy.gov.in ওয়েবসাইটটি খোলা হয়েছে। সেখানেই যাবতীয় তথ্য যাচাই করে ন্যায্য, কম্পিউটার পরিচালিত এবং লিঙ্গ-ভারসাম্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যাত্রীদের নির্বাচন করা হবে।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে এই কৈলাস-মানস সরোবর যাত্রা। মূলত কোভিড অতিমারী এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সামরিক অচলাবস্থার কারণেই স্থগিত হয়ে গিয়েছিল এই যাত্রা। তবে গত বছর প্রচুর কড়াকড়ি চাপিয়ে চিনের তরফে এই যাত্রা শুরুর প্রস্তাব দেওয়া হলেও এতে যাত্রার খরচ অনেকটা বেড়ে যায়। ফলে ভারতীয় পুণ্যার্থীদের পক্ষে এই যাত্রা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তবে গত জানুয়ারি মাসে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী। এরপরই ২০২৫ সালের গ্রীষ্ম থেকেই যাত্রা পুনরায় শুরু করাতে সম্মতি জানায় উভয় পক্ষ। গত বছর অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার উদ্যোগ নেওয়া হয়। তারই ইতিবাচক দিক হিসেবে এবার শুরু হচ্ছে কৈলাস-মানস সরোবর যাত্রা।