Bangla News Dunia, দীনেশ : দিল্লির নয়া মুখ্যমন্ত্রী (Delhi CM) হিসেবে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্তা (Rekha Gupta)। বুধবার দিল্লিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। এনিয়ে চতুর্থবার কোনও মহিলা দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তবে প্রথমবার বিধায়ক হয়েই সোজা দিল্লির মুখ্যমন্ত্রীর পদ পেলেও রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় রেখা। জেনে নিন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পরিচয়।
আরও পড়ুন : ‘ধৈর্য ধরুন, দেশে ফিরেই বিচার করব’, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন হাসিনা
৫০ বছর বয়সি রেখা গুপ্তা সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। ১৯৭৪ সালে হরিয়ানার জিন্দ জেলায় নন্দগড় গ্রামে তাঁর জন্ম। তবে পরবর্তীতে হরিয়ানা ছেড়ে পরিবারের সঙ্গে দিল্লিতে চলে আসেন রেখা। পড়াশোনাও করেছেন দিল্লিতেই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের মাধ্যমে রাজনীতির ময়দানে পা রাখেন রেখা গুপ্তা। প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানকার ছাত্র সংসদেরও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০৭ সালে দিল্লির পুরভোটে তিনি প্রথম উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। রেখা গুপ্তা তিনবারের কাউন্সিলর এবং দক্ষিণ দিল্লি পুরনিগমের (SDMC) প্রাক্তন মেয়র। ২০২২ সালের পুরভোটে তাঁকে আপের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়ের বিরুদ্ধে প্রার্থী করে বিজেপি। কিন্তু সেবার জিততে পারেননি রেখা। তিনি বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহ-সভাপতি পদেও রয়েছে। পূর্বে তিনি দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
প্রসঙ্গত, ২৭ বছর পরে ফের দিল্লিতে জিতেছে বিজেপি। ৭০ আসনের বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির প্রথমসারির মুখের মধ্যে অন্যতম ছিলেন রেখা গুপ্তা। তিনি একজন রাজনৈতিক অভিজ্ঞ যিনি দলীয় স্তরে উঠে এসেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত রেখা গুপ্তা।
আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি