প্রথম মুসলিমহীন মন্ত্রীসভা বিহারে ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রথম মুসলিমহীন মন্ত্রীসভা বিহারে ! বিহারের রাজনৈতিক ইতিহাসে সর্বপ্রথম ঘটলো এই ঘটনা। বিহারের মন্ত্রী সভার সদস্য ১৪ জন তাতে একজনও নেই মুসলিম সম্প্রদায়ভুক্ত মন্ত্রী। তাই নিয়ে বিতর্কের মুখে নীতীশ কুমার। বিশেষ করে ১৬% মুসলিম জনসংখ্যার মধ্যে কোনো শাসক প্রতিনিধি নেই। এই নিয়ে জেডি ইউ এর তরফ থেকে জানানো হয়েছে মন্ত্রী সভা সম্প্রসারণ করার সময় মুসলিম প্রতিনিধিকে করা হবে বিহারের মন্ত্রীসভার সদস্য। কিন্তু তাই নিয়ে খোঁচা দিতে ময়দানে বিরোধীরা।

bjp , west bengal bjp

প্রসঙ্গত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার সাথে ১৪ জন মন্ত্রী। যাদের নিয়েই তিনি সেদিন শপথ গ্রহণ করলেন। যার মধ্যে ৭ জনের মতো রয়েছে বিজেপির বিধায়ক। যদি দেখা যায় বেশীরভাগ দায়িত্ব বিজেপির হাতেই, তবে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব কিন্তু নীতীশ কুমারের হাতেই। এবারের মন্ত্রী সভায় আছে ব্রাক্ষণ, রাজপুত, ভূমিহারা, যাদব, দলিত সম্প্রদায়। উলেখ্য অন্যান্য দলের মধ্যে বিজেপি, হাম এদের তরফ থেকে মুসলিম প্রার্থী লড়াই করেনি। শুধু ১১ জন এই মুসলিম প্রার্থী লড়াই করেছেন জেডিইউ এর তরফ থেকে। কিন্তু তারা কেউ জিততে পারেননি।

আরো পড়ুন :- ডিসেম্বরেই রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী ! বঙ্গ রাজনীতিতে নয়া মোড়

 গতবার একমাত্র মুসলিম হিসেবে মন্ত্রীসভায় ছিল খুরশিদ আলম। কিন্তু তিনি এই বার হেরে গেছেন। বিরোধীরা এনডিএ সরকারের সমালোচনা শুরু করছে। তবে শাসকের কাছে বিধান পরিষদের পরিসংখ্যান আসল হাতিয়ার, আর সেখানে আছে একাধিক মুসলিম প্রতিনিধি।

Highlights

1. প্রথম মুসলিমহীন মন্ত্রীসভা বিহারে !

2. ১১ জন এই মুসলিম প্রার্থী লড়াই করেছেন জেডিইউ এর তরফ থেকে

#BJP #JDU

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন