প্রধানমন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি !

By Bangla News Dunia Dinesh

Published on:

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র পদত্যাগের পর এবার সেপথেই হাঁটলেন সেখানকার রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল (Ram Chandra Poudel)। পদত্যাগ করলেন তিনিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। গতকাল থেকেই নেপালে (Nepal Protests) রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে তরুণ প্রজন্ম। তাদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ। তাতে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর। এরপর বিক্ষোভের ঝাঁঝ আরও বেড়ে যায়। বিক্ষোভের তীব্রতা এতটাই ছিল যে এদিন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। নেপাল সরকারের মন্ত্রীসভার বিভিন্ন সদস্যদের মারধর করা হচ্ছে। বাদ যাননি উপপ্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা (Sher Bahadur Deuba) এবং তাঁর স্ত্রী আরজু রানা দেউবা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টে। ভাঙচুর করা হয়েছে সুপ্রিম কোর্টে।

অশান্তির পেছনে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কথা বলা হলেও বিক্ষোভকারীরা মূলত দেশব্যাপী দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের তরফে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তুলে ধরা হয়েছে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শা’র নাম (Balendra Shah)।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন