Bangla News Dunia, Pallab : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বাংলায় এলেই কেন রাজ্য ছেড়ে চলে যান দিলীপ ঘোষ? অভিমান নাকি রাগ? ঠিক কোন কারণ দিলীপের রাজ্য ছাড়ার? এ বিষয় নিয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ যে ব্যখ্যাই দিক না কেন, নিন্দুকেরা বলেছেন, বঙ্গ বিজেপিতে কোণঠাসা দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)।
এদিন বিকেলে দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন। বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে এই সভার গুরুত্ব অনেক। তার ওপর SIR -এর মতো বিষয় নিয়ে যখ্ন উত্তাল বঙ্গ রাজনীতি, ঠিক সেই সময় মোদির ভোকাল টনিক শোনার জন্য মুখিয়ে প্রত্যেকেই। এমতাবস্থায় নমোর সভার দিন বাংলা ছেড়ে বেঙ্গালুরুতে দিলীপ যেতেই উঠল প্রশ্ন।
তবে এদিনও দিলীপ রাজ্য ছাড়ার কারণ নিয়ে সুন্দর যুক্তি দিয়েছেন। তাঁর কথায়, ‘দিলীপ ঘোষ কোনওদিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছি। লোকের অভিমান ভাঙিয়েছি। “আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাঁদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন। ভাষণ দেবেন। সে তো আমি মোবাইলে শুনে নিতে পারি। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনা তো কোনও কাজ নয়। অন্য কাজ যখন পার্টি দেবে, সেই কাজে লেগে যাব। প্রধানমন্ত্রী আমার ব্যাপারে কী বুঝবেন সেটা ওনার উপর ছেড়ে দিন।’
বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) প্রার্থী হিসেবে আপনাকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘পার্টি ৩ বার মনে করেছিল আমার ভোটে লড়া উচিত। এর মধ্যে দু’বার আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় লড়তে চাই। দু’বার আমি নাম বলেছি। জিতেছি। তৃতীয় বার আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি। লড়তে বলেছিল। লড়েছি। জিতিনি। পার্টির সিদ্ধান্ত। পার্টি বুঝবে। পার্টি যদি বলে আমার ইলেকশন লড়ার দরকার নেই, তাহলে আমি অন্য কাজ করব। আমি ওসব নিয়ে ভাবি না। পশ্চিমবঙ্গে অনাচার চলছে। মানুষ পরিবর্তন চাইছে। বিজেপিকে আমরা দাঁড় করিয়েছি। আমরা যোগ্য। পরিশ্রম করে মানুষের আশীর্বাদ চেয়ে নেব।’