Bangla News Dunia, দীনেশ দেব :- চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এর তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে চিঠি আসে। ওই চিঠিতে চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা ব্যাক্ত করেছেন। তিনি তার বার্তায় লেখেন যে তিনি ও চীনা নাগরিক ভারতের এই অবস্থায় ভারতের পাশে রয়েছে। ভারতের এই অবস্থায় চীনের পক্ষ থেকে যতটা সম্বভ সাহায্য করবে। চীনের রাষ্ট্রপতি শি জিংপিং বলেন চীন ভারতকে যতটা সম্বভ সাহায্য করা যায় তা করতে শুরু করে দিয়েছে।
আরো পড়ুন :- সাবধান , মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ! জেনেনিন কবে কবে বন্ধ থাকবে
এর আগে ও আমেরিকার রাষ্ট্রপতি থেকে শুরু করে ফ্রান্স , রাশিয়া , সিঙ্গাপুর , সৌদি ,জাপান , ব্রিটেন , জার্মানি সহ বিশ্বের ৪০ টি দেশ ভারতের সাহায্য সামনে এসেছে। ভারত সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রপতির লেখা এই চিঠির পরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে , যেই দেশ এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে সেই দেশ এখন ভারতের সাহায্য করে নিজের গায়ে লাগা দাগ মুছতে চাইছে। কিছুদিন আগেই চীনের তরফ থেকে ভারতে সাপ্লাই চেন নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। যাতে করে দেশের মধ্যে চীন থেকে মেডিকেল উপকরণ আসতে না পারে।
এর জন্য চীনের থেকে আগত সমস্ত কার্গো প্লেন ( মালবাহী উড়োজাহাজ ) কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তারই সাথে চীন তাদের দেশে উৎপাদিত মেডিকেল পণ্যের দাম ২৫ থেকে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছিলো। এই দোগলা চীনের উপর কি ভরসা করা যায়। এখন সোশ্যাল মিডিয়ায় তারই বার্তা চলছে।
আপনার কি মত চীনের থেকে ফ্রীতে কোনো সাহায্য নেওয়া উচিত ? নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত রাখুন।
আরো পড়ুন :- সূত্রের খবর , রেজাল্ট শেষেই সম্পূর্ণ লক ডাউনে যেতে পারে রাজ্য
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে কি করা উচিত জানালো WHO