Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লঙ্কা মিত্রা বিভূষণা’ সম্মানে সম্মানিত করেন ৷ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এর আগেও একাধিক দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি ৷
এদিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নিজের সচিবালয়ে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট দিসানায়কে প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মানের মেডেল পরিয়ে দেন ৷ 2008 সালে এই সম্মানের সূচনা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষে ৷ প্রধানমন্ত্রী মোদির আগে এই সম্মান পেয়েছেন মলদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মামুন আবদুল গায়ুম এবং প্যালেস্তাইনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসের আরাফত ৷ এবার ভারতের পালা ৷
এদিন এই সম্মান পেয়ে অভিভূত প্রধানমন্ত্রী মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, এই সম্মান শুধু তাঁর নয়, প্রতিটি ভারতবাসীর ৷ তিনি লেখেন, “আজ প্রেসিডেন্ট দিসানায়কে আমায় ‘লঙ্কা মিত্রা বিভূষণা’ সম্মানে ভূষিত করেছেন ৷ এটা অত্যন্ত গর্বের বিষয় ৷ এই উচ্চ সম্মান শুধু আমার নয়, 140 কোটি ভারতীয়রও সম্মান ৷”
তিনি আরও লেখেন, “এই সম্মান ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা বলে ৷ দু’দেশের মানুষের মধ্যে যে গভীর বন্ধুত্বের শিকড় রয়েছে তাও তুলে ধরে ৷ প্রেসিডেন্ট, সরকার এবং শ্রীলঙ্কার মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল ৷”
এই সম্মানীয় রুপোর মেডেলের একেবারে কেন্দ্রে পৃথিবীর উপর ধর্মচক্র বসানো রয়েছে ৷ তাকে ঘিরে রয়েছে শ্রীলঙ্কার ন’টি মূল্যবান রত্ন ৷ এই ধর্মচক্র ভারত-শ্রীলঙ্কা দু’দেশের বৌদ্ধিক ঐতিহ্যের ধারাকে প্রতিফলিত করেছে ৷
আরও পড়ুন:- বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। আর কি জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্টে ? দেখুন
এর আগে ফ্রান্স থেকে শুরু করে মরিশাস-সহ একাধিক দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে ৷ 2023 সালে ফ্রান্সের বাস্তিল দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ 13 জুলাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রীকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ঁ অফ অনার’-এ সম্মানিত করেন ৷ ফ্রান্সের রাজধানী প্য়ারিসে এলিসি প্রাসাদে এই অনুষ্ঠান হয় ৷
রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের ৷ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাশিয়ার সরকার প্রধানমন্ত্রীকে সম্মান প্রদান করেন ৷ 2024 সালের 9 জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোসল’-এ সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷
ডানদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানের ছবি (ছবি: পিটিআই)
চলতি বছরের মার্চ মাসে মরিশাস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মরিশাসের সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘ সময়ের ৷ 12 মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন তিনি ৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওসেন’-তে (জিসিএসকে) প্রধানমন্ত্রীকে সম্মানিত করেন মরিশাসের প্রেসিডেন্ট ধরমবীর গোখুল ৷ মোদির আগে কোনও ভারতীয় এই সম্মান পাননি ৷
আরও পড়ুন:- ট্যান পড়ে ত্বক কালো হয়েছে? কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মুখ উজ্জ্বল হবে জানুন