Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির বার্তা। রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর ফলে শনিবার ইডেনে হতে চলা আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
২০ ও ২১ মার্চ: হুগলি, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে।
২২ মার্চ (শনিবার):
পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা
কলকাতার জন্যও আবহাওয়া অফিস বিশেষ সতর্কবার্তা দিয়েছে:
২১ মার্চ: শহরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২২ মার্চ: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের তিন জেলা—মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ মার্চ: উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আইপিএল ম্যাচে প্রভাব পড়তে পারে
শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচ রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়-বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। প্রবল ঝোড়ো হাওয়ার কারণে মাঠ ভেজা থাকলে খেলা দেরিতে শুরু হতে পারে বা ওভার কমিয়ে ম্যাচ আয়োজন করা হতে পারে।
সতর্কবার্তা ও পরামর্শ
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাঠে বা খোলা জায়গায় থাকা বিপজ্জনক হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রপাতের সতর্কতা জারি থাকায় কৃষকদের ফসল তোলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আরও পড়ুন:- বি.কম কোর্স করার জন্য কলকাতার সেরা কমার্স কলেজ কোনগুলো ? জেনে নিন
আরও পড়ুন:- ৯ মাস মহাকাশে কী খেয়ে কাটালেন সুনীতারা? জানতে বিস্তারিত পড়ুন