প্রবল বৃষ্টিতে লণ্ডভণ্ড বিহার ! বজ্রপাতে মৃত 64 জন। জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রবল বৃষ্টি ও বজ্রপাতে বিধ্বস্ত বিহার ৷ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে ঝড় এবং বজ্রপাতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 64 জন । মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ প্রতিটি পরিবারকে 4 লক্ষ টাকা করে দেবে রাজ্য ৷

জানা গিয়েছে, নালন্দায় মৃতের সংখ্য়া সবথেকে বেশি ৷ তথ্য অনুযায়ী, এই জেলায় কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু ৷ এছাড়া দারভাঙা জেলায় ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়েছে 6 জনের ৷ তাদের মধ্য়ে এক কিশোরও রয়েছে ৷ বাড়িতে বসে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয় ৷ নালন্দা ও দারভাঙার পাশাপাশি বেগুসরাই, মধুবনি, সমস্তিপুর, জামুইতেও বজ্রপাত-সহ বৃষ্টিতে গত 48 ঘণ্টায় বহু লোকের প্রাণ গিয়েছে ৷

আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে নতুন গ্রাম পঞ্চায়েত অ্যাপ চালু। দারুণ সুবিধা পাবেন গ্রাহকরা, বিস্তারিত জানুন

তথ্য বলছে, বেগুসরাইয়ে 5 জন, মধুবনীতে 4 জন, জামুইতে 3 জন, সমস্তিপুরে 2 জন, পটনায় 3 জন, গয়ায় 3 জন, ভোজপুরে 5 জন, আরারিয়া, জেহানাবাদে, আরওয়াল এবং মুজাফফরপুর জেলায় 1 জন করে মৃত্যু হয়েছে ৷ ভয়াবহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তাও দেন তিনি ৷ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিহারের এই অবস্থা ৷ প্রচণ্ড গরমের মধ্যে আবহাওয়া তার রূপ পরিবর্তন করেছে ৷ আবহাওয়ার এই রূপ পরিবর্তন আগে থেকে অনুধাবন করা বেশ কঠিন ৷ এই প্রথম নয়, গত কয়েক বছরে বজ্রপাতের কারণে এভাবেই মৃত্যু-মিছিল দেখেছে বিহার ৷

আরও পড়ুন:- 111 বছর ধরে দায়ের হয়নি কোনও মামলা ! জানুন দেশের শান্তিপূর্ণ গ্রামটি কোথায় ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন