Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রবীণ নাগরিকদের জন্য সুখবর আনল মোদি সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ভ্যায় বন্দনা যোজনার সময়সীমা তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। এখন এই যোজনার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ স্কিমে প্রতি মাসে পেনশন পাওয়ার বিকল্প রয়েছে ৷ এই স্কিম অনুযায়ী, প্রবীণ নাগরিকরা ১০ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট রেটে গ্যারেন্টিড পেনশন পাবেন।
কেন্দ্র সরকারের এই স্কিমের লাভ ভারতীয় জীবন বিমা নিগমের মাধ্যমে পেয়ে যাবেন নাগরিকরা। এই যোজনায় বার্ষিক ৭.৪০ শতাংশ হিসেবে সুদ মিলবে। এখনও পর্যন্ত প্রায় ৬.২৮ লক্ষ জন এই স্কিমের সুবিধা নিয়েছেন।৭.৪০ শতাংশ সুদের লাভ তারা পাবেন যারা চলতি আর্থিক বছরে এই স্কিমে সাবস্ক্রাইব করবেন।
কেন্দ্র সরকারের এই স্কিমের লাভ নেওয়ার জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ৬০ বছর হতে হবে। ৬০ বছরের বেশি বয়সের নাগরিকরাও এই স্কিমের সুবিধা নিতে পারবেন। স্কিমে একজন ব্যক্তি অধিকতম ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে মাসে ন্যূনতম ১০০০ টাকা পেনশন এবং অধিকতম ৯২৫০ টাকা পেনশন পাওয়া যাবে। পেনশন প্রতি মাসে, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসেবে নিতে পারেন।
যোজনার সুবিধার জন্য এই ফর্ম ফিলআপ করতে হবে। সঙ্গে জরুরি ডকুমেন্ট জমা দিতে হবে ৷ অনলাইনেও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।
Highlights
1. প্রবীণ নাগরিকদের জন্য সুখবর আনল মোদি সরকার
2. যোজনার সুবিধার জন্য এই ফর্ম ফিলআপ করতে হবে
#Pension #LIC