প্রবীণ নাগরিকদের 5 লাখ টাকার সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার ! কিভাবে পাবেন ?

By Bangla News Dunia Dinesh

Published on:

প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের দারুন পদক্ষেপ PMJAY. যাতে সাধারণ মানুষ চিকিৎসার দিক থেকে সুযোগ সুবিধা পান তার জন্য সরকারের তরফে আলাদা করে সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এখন থেকে ৭০ বছর বা তার বেশি বয়সী যে কোনো নাগরিক সহজেই আয়ুষ্মান ভয় বন্দনা কার্ড (Ayushman Vay Vandana Card) পাবেন।

What is PMJAY Scheme In India

ভারতবর্ষের সরকারি উদ্যোগে হেলথ বেনিফিট পাওয়ার জন্য এই কার্ড চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই হেলথ আইডি কার্ড মূলত আয়ুষ্মান ভারত প্রকল্পের অংশ। ২০১৮ সালে চালু হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্প শুরু হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম সরকার-পোষিত স্বাস্থ্যবীমা প্রকল্প এটি। প্রকল্পের আওতায় আওতায় ৫৫ কোটিরও বেশি মানুষ, সারা দেশের প্রায় ৪০ শতাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

এই প্রকল্পের সুবিধা কী কী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তার একাধিক প্রকল্পের মধ্যে সাধারণ মানুষের জন্য চিকিৎসার দিকটি বিবেচনার আওতায় রেখেছেন। সাধারণ মানুষ এবার PMJAY স্কিমের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুবিধা গ্রহণ করতে পারবেন। কারণ, এখন থেকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)–র অধীনে এই কার্ড ডাউনলোড করা যাবে সরাসরি আয়ুষ্মান অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে।

প্রকল্পের দ্বারা হার্ট সার্জারি, ক্যান্সারের চিকিৎসা, ডায়ালাইসিস কিংবা অন্যান্য জটিল চিকিৎসার ক্ষেত্রেও ফ্রি পরিষেবা পাওয়া সম্ভব। পরিসংখ্যান বলছে, এই কার্ডের সবচেয়ে বেশি আবেদন গ্রহণ হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, গুজরাট এবং ছত্তিশগড় রাজ্য থেকে।

কারা এই প্রকল্পে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে পারবেন ১) যেকোনো ভারতীয় নাগরিক। ২) আবেদনকারীর বয়স হতে হবে ৭০ বছর বা তার বেশি। ৩) আবেদনকারীর বৈধ আধার কার্ড থাকতে হবে। ৪) আবেদনকারী প্রার্থীরা আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। ৫) আবেদন করার জন্য আধার কার্ড আর আধার-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর লাগবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন