Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দোকান বা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রবেশ দ্বারে লেবু-লঙ্কা দেখা দেয়। অশুভ শক্তি দূরে রাখার জন্য লেবু ও লঙ্কার এই টোটকা ব্যবহার করা হয়। শুধু দোকান বা কর্মক্ষেত্রের জন্য নয়, পরিবারে কারও কুনজর লাগলেও লেবু ও লঙ্কার উপায় করে, দূর করা হয়।ভাগ্যকেও উন্নত করে এই দুটি সামগ্রী। তন্ত্র শাস্ত্রে লেবু ও লঙ্কার ব্যবহার লক্ষ্য করা যায়।
লেবু ও লঙ্কার সাহায্যে কোন কোন সমস্যা দূর করা যায় —–
১. বাস্তু শাস্ত্রে বাড়িতে লেবু গাছের উপস্থিতির ইতিবাচক প্রভাব স্বীকার করা হয়েছে। নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে টেনে নেয় লেবু গাছ। বাড়িতে এই গাছ না-থাকলে চিন্তার কোনও কারণ নেই। একটি লেবু সারা বাড়িতে ঘুরিয়ে দূরের কোনও নির্জন স্থানে নিয়ে গিয়ে, তার চার টুকরো করে চার দিকে ফেলে দিন। ফিরে আসুন এবং পিছনে ফিরে তাকাবেন না।
২. কর্মক্ষেত্রে অসফল হলে একটি লেবুতে চারটি লবঙ্গ ফুটিয়ে দিন। বজরংবলীর মন্দিরে গিয়ে, সেই লেবু হাতে নিয়ে হনুমান চালিসার পাঠ করুন। সেই লেবু নিজের কাছে রেখে নিতে হবে। মঙ্গলবার এই উপায় করলে সাফল্য লাভ করতে পারবেন।
৩. বাড়ির বাচ্চারা কুনজরের শিকার হয়ে পড়ে। একটি লেবু নিয়ে কুনজর আক্রান্ত ব্যক্তি বা বাচ্চার ওপর দিয়ে ৭ বার ঘুরিয়ে নামিয়ে নিন। নির্জন স্থানে গিয়ে সেই লেবুর চারটি টুকড়ো বিভিন্ন দিকে ফেলে দিন।
৪. বাড়িতে প্রতিদিন বিবাদ চলতে থাকলে, পারিবারিক কলহ লেগে থাকলে, বাড়ির প্রবেশ দ্বারে লেবু লঙ্কা ঝুলিয়ে দিন। বাড়িতে কুদৃষ্টি প্রবেশ করতে পারবে না।
৫. আর্থিক অনটনে ঘিরে থাকলে একটি লাল কাপড়ে সাতটি লাল লঙ্কা বেঁধে নিজের লকারে রেখে দিন। শীঘ্র পরিস্থিতি স্বাভাবিক হবে।
৬. ভাগ্যের সঙ্গ না-পেয়ে থাকলে, একটি লেবু নিয়ে তা মাথার চারদিকে ৭ বার ঘুরিয়ে নিন। তারপর ২ টুকড়ো করুন। বাঁ হাতের টুকড়োকে ডান দিকে এবং ডান হাতের টুকড়োকে বাঁ দিকে ফেলে দিন।
৭. বেকার থাকলে একটি লেবুকে সাতবার মাথা থেকে পা পর্যন্ত স্পর্শ করান। সেই লেবুর ৪ টুকড়ো করে চৌমাথায় নিয়ে গিয়ে চারটি পৃথক দিকে ফেলে দিন। রাত ১২টার সময় এই কাজ করা উচিত।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল