Bangla News Dunia, দীনেশ :- ঘটনার ৫ দিন পর দিল্লি থেকে গ্রেপ্তার করা হল পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়িতে গ্রেনেড হামলার ঘটনায় মূল অভিযুক্তকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাইদুল আমিন, উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা সে। শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনী। এই প্রসঙ্গে ডিজিপি গৌরব যাদব বলেন, ‘জলন্ধর গ্রেনেড হামলায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। কেন্দ্রীয় সংস্থা এবং দিল্লি পুলিশের সহায়তায় জলন্ধর কমিশনারেট পুলিশ দিল্লি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।’
আরও পড়ুন:- নতুন সিনিয়র সিটিজেন কার্ড আনল মোদী সরকার। কি সুবিধা, কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরও পড়ুন:- পিএম কিষান ২০তম কিস্তির টাকা পেতে কৃষক বন্ধুদের নতুন নিয়ম মানতে হবে, কি করতে হবে দেখুন
জানা যাচ্ছে, ধৃত ব্যাক্তি এই হামলার পেছেনের মূল মাথা ছিল। প্রসঙ্গত, সোমবার গভীর রাতে মনোরঞ্জনের বাড়ির বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার ধরা পড়ল মূল মাথা। এখানে উল্লেখ্য, প্রাথমিক তদন্তে এই গ্রেনেড হামলার পেছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং লরেন্স বিশ্নোই গ্যাংয়ের জড়িত থাকার একটি সম্ভাবনার কথাও সামনে এসেছিল।
আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে