Bangla News Dunia, Pallab : মঙ্গলবার সকালে প্রয়াগরাজ পৌঁছল চাকরিহারাদের বাস (SSC Case)। তাঁদের এই যাত্রাপথে যেখানেই বাস দাঁড়িয়েছে, সেখানেই স্থানীয় মানুষদের কাছে তুলে ধরেছেন নিজেদের চাকরি হারানোর গল্প। তাঁদের অনুরোধ করেছেন, এই লড়াইতে পাশে থাকার জন্য।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
সোমবার ধর্মতলা থেকে বাসে চেপে দিল্লিতে রওনা দিয়েছিলেন ৬০ জন চাকরিহারা। সব ঠিক থাকলে এদিন রাতেই তাঁরা পৌঁছে যাবেন রাজধানীতে (Delhi)। এরপর চাকরি খোয়ানোর প্রতিবাদে বুধবার সকালে যন্তরমন্তরে ধর্নায় বসবেন চাকরিহারা শিক্ষকেরা। এরই পাশাপাশি তাঁদের দেখা করার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গেও।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসি (SSC) নিয়োগে বেনজির দুর্নীতির কারণে পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরফলে চাকরি হারাতে হয় ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে। এরই প্রতিবাদে উত্তাল হয় গোটা রাজ্য। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে একপ্রস্থ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠকে আশার আলো খুঁজে পাননি চাকরিহারারা। তাই দিল্লিতে গিয়ে প্রতিবাদের ঝাঁজ আরও বাড়াতে চাইছে কর্মহীন শিক্ষকেরা। এখন প্রত্যেকের নজর আগামীকালের দিকে।